Saturday 03 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাইকোর্টে ৬৬ বেঞ্চ গঠন, রোববার থেকে শুরু বিচারকাজ

স্টাফ করেসপন্ডেন্ট
৩ জানুয়ারি ২০২৬ ১৬:১০ | আপডেট: ৩ জানুয়ারি ২০২৬ ১৭:৩৮

-ফাইল ছবি

ঢাকা: সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ৬৬টি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। আগামী রোববার (৪ জানুয়ারি) থেকে এসব বেঞ্চে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হবে।

শনিবার (৩ জানুয়ারি) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে নবগঠিত ৬৬টি বেঞ্চের তালিকা প্রকাশ করা হয়।

এদিকে অবকাশকালীন ছুটি শেষে নতুন বছরের প্রথম কার্যদিবস হিসেবে রোববার থেকেই সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে নিয়মিত বিচারকাজ শুরু হচ্ছে।

দিনের শুরুতে সকাল সাড়ে ১০টায় আপিল বিভাগের ১ নম্বর এজলাস কক্ষে নবনিযুক্ত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে সংবর্ধনা দেবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। এ উপলক্ষে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নেওয়া হয়েছে প্রস্তুতি।

বিজ্ঞাপন
সারাবাংলা/টিএম/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর