Sunday 04 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জে ৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ জানুয়ারি ২০২৬ ১৭:৪৪

চাঁপাইনবাবগঞ্জ: সদর উপজেলায় র‍্যাবের অভিযানে ৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) ভোরে সদর উপজেলার বারঘরিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করে র‍্যাব-৫, সিপিসি-১ (চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প)।

গ্রেফতাররা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া এলাকার মৃত নাপা পাগুর ছেলে মো. পটু (৪০) ও একই এলাকার মো. মিনহাজুর রহমান (৩৫)।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি আভিযানিক দল বারঘরিয়া এলাকার একটি বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির দক্ষিণ-পশ্চিম কোণে সংরক্ষিত অবস্থায় ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা দীর্ঘদিন ধরে মাদক সংগ্রহ ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র‍্যাব। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারদের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন

র‍্যাব-৫ জানিয়েছে, মাদকসহ সকল প্রকার অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর