সাতক্ষীরা: আসন্ন সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ (শ্যামনগর ও কালিগঞ্জের আংশিক) আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সাবেক সংসদ সদস্য এইচ এম গোলাম রেজা ও তার ছেলে মায়াজসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এই আসনে জমা পড়া মোট ৭টি মনোনয়নপত্রের মধ্যে ৪টি বাতিল ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আফরোজা আখতার। এর মধ্যে রয়েছেন- সাবেক সংসদ সদস্য ও তার ছেলে। বাকি ৩ জনের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত যাচাই-বাছাইয়ে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়। বাতিল হওয়া প্রার্থীরা হলেন- ঋণখেলাপির অভিযোগে গণঅধিকার পরিষদের এইচ এম গোলাম রেজার মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে এবং জাতীয় পার্টি (রুহল আমিন হাওলাদার অংশ) থেকে মনোনয়ন পাওয়া তার পুত্র হুসাইন মোহাম্মদ মায়াজ দলীয় মনোনয়ন সংক্রান্ত জটিলতার কারণে প্রার্থিতা বাতিল করা হয়।
এদিকে স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল ওয়াহেদ ১% ভোটারের তথ্যে গরমিল থাকায় তার মনোনয়নপত্র বাতিল হয়েছে। এছাড়া জাতীয় পার্টি জেপি আব্দুর রশীদের বিদ্যুৎ বিল বকেয়া থাকার কারণে তার মনোনয়নটি বাতিল ঘোষণা করা হয়।
যাচাই-বাছাই শেষে বর্তমানে তিনজন প্রার্থী নির্বাচনী লড়াইয়ে বৈধ হিসেবে টিকে আছেন- ১. মো. মনিরুজ্জামান (বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপি) ২. জি এম নজরুল ইসলাম (বাংলাদেশ জামায়াতে ইসলামী) ৩. এস এম মোস্তফা আল মামুন (ইসলামী আন্দোলন বাংলাদেশ)।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আফরোজা আখতার জানান, সাতক্ষীরার ৪টি সংসদীয় আসনে মোট ৩৫টি মনোনয়নপত্র বিক্রি হয়েছিল, যার মধ্যে জমা পড়েছিল ২৯টি। পুঙ্খানুপুঙ্খ যাচাই-বাছাই শেষে ১৯টি মনোনয়নপত্র বৈধ এবং ১০টি বাতিল ঘোষণা করা হয়েছে।