রংপুর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যাচাই-বাছাই পর্বে রংপুর জেলায় ৬টি সংসদীয় আসনে মোট ৫৬টি মনোনয়নপত্র জমা পড়েছিল, কিন্তু রিটার্নিং অফিসারের কঠোর পরীক্ষায় ১২ জন প্রার্থীর মনোনয়ন বাতিল এবং ৪৪টি বৈধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) বিকেলে তৃতীয় দিনের যাচাই-বাছাই শেষে এ তথ্য নিশ্চিত করেছেন রংপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ এনামুল আহসান।
রিটার্নিং অফিসার জানান, বাতিলের প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত জটিলতা, হলফনামায় তথ্যের অসম্পূর্ণতা বা গড়মিল, ঋণখেলাপি অভিযোগ এবং অন্যান্য আইনি অযোগ্যতা। বাতিল হওয়া প্রার্থীরা নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন—যা এখনো খোলা রয়েছে।
বাতিল হওয়া উল্লেখযোগ্য প্রার্থীরা হলেন– রংপুর-১ (গঙ্গাচড়া-সিটির আংশিক) আসনে জাতীয় পার্টির ব্যারিস্টার মঞ্জুম আলী (দ্বৈত নাগরিকত্ব জটিলতায় বাতিল), রংপুর-৩ (সদর-সিটি) আসনে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র রিটা রহমান, খেলাফত মজলিসের তৌহিদুর রহমান মণ্ডল, বাসদ (মার্কসবাদী)-এর আনোয়ার হোসেন বাবলু, রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে স্বতন্ত্র মো. শাহ্ আলম বাসার, মো. জয়নুল আবেদিন, জাতীয় পার্টি (আনিস-রুহুল)-এর মো. আব্দুস ছালাম, রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে স্বতন্ত্র খন্দকার মুকিত আল মাহমুদ, এবি পার্টির আব্দুল বাছেত মারজান, রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মো. কামরুজ্জামান, স্বতন্ত্র এসএম শাহাজামান রওশন, খন্দকার শহিদুল ইসলাম, তাকিয়া জামান চৌধুরী।
আসনভিত্তিক বৈধ প্রার্থীদের মধ্যে রয়েছেন- রংপুর-১ আসনে বিএনপির মোকাররম হোসেন সুজন, জামায়াতের রায়হান সিরাজী, ইসলামী আন্দোলনের এটিএম গোলাম মোস্তফা বাবুসহ ৮ জন। রংপুর-২ আসনে বিএনপির মোহাম্মদ আলী সরকার, জাতীয় পার্টির আনিছুল ইসলাম মণ্ডল, জামায়াতের এটিএম আজহারুল ইসলামসহ ৬ জন।
রংপুর-৩ আসনে জাতীয় পার্টির গোলাম মোহাম্মদ কাদের, বিএনপির সামসুজ্জামান সামু, জামায়াতের মাহবুবার রহমান বেলাল, ইসলামী আন্দোলনের আমিরুজ্জামান পিয়াল, তৃতীয় লিঙ্গের স্বতন্ত্র আনোয়ারা ইসলাম রানীসহ ৭ জন। রংপুর-৪ আসনে বিএনপির এমদাদুল হক ভরসা, এনসিপির আখতার হোসেন, জাতীয় পার্টির আবু নাসের শাহ মোহাম্মদ মাহবুবার রহমানসহ ৭ জন।
রংপুর-৫ আসনে বিএনপির মোহাম্মদ গোলাম রব্বানী, জামায়াতের গোলাম রব্বানী, জাতীয় পার্টির এসএম ফখরউজ্জামান জাহাঙ্গীরসহ ৯ জন। রংপুর-৬ আসনে বিএনপির সাইফুল ইসলাম, জামায়াতের নুরুল আমীন, জাতীয় পার্টির নুরে আলম মিয়াসহ ৭ জন।
এদিকে বাতিল হওয়া প্রার্থীরা এখনো আশাবাদী। তারা বলছেন, নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পাওয়ার সুযোগ রয়েছে। রংপুর-১ (গঙ্গাচড়া-সিটির আংশিক) আসনে জাতীয় পার্টির ব্যারিস্টার মঞ্জুম আলী বলেন, আমি নির্বাচন কমিশনে আপিল করব।