সিলেট: তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, নির্বাচনকে ঘিরে পরাজিত শক্তি কিছু বাঁধার সৃষ্টি করতে পারে, সেগুলো অতিক্রম করে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে এগিয়ে যেতে হবে। অপশক্তিকে শুভশক্তি দিয়ে মোকাবিলা করতে হবে।
শনিবার (৩ জানুয়ারি) সকালে সিলেট প্রেসক্লাবে দু’দিন ব্যাপী পিআইবি আয়োজিত নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এসময় গণমাধ্যমে মব আক্রমণ নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, আমার বাসার সমানেও ককটেল ফাটিয়েছে, এতে করে কি আমি বাহিনী নিয়ে এখানে এসেছি? অপশক্তিকে শুভশক্তি দিয়ে মোকাবিলা করতে হবে।
অপশক্তির কয়টা লোক? ইতিবাচক শক্তিকে সংগঠিত হতে হবে। ফাইটিং ব্যাকের স্প্রিটটা থাকতে হবে।
তিনি ওই সাংবাদিকের প্রতি প্রশ্ন রেখে বলেন, আপনি একজন সংবাদকর্মী হিসেবে গত ১৬ বছরে যে পরিমান নিপীড়নের মুখোমুখি হয়েছেন। এবার তার এক পরিমানও কী মুখোমুখি হয়েছেন? -সেই কথাগুলো বলেন মানুষকে। মানুষের মধ্যে আশা জাগান।
এসময় উপদেষ্টা আরও বলেন, ভোটের সময় বিভিন্ন জায়গাতে কিছুটা রাজনৈতিক উত্তেজনা থাকে। সরকার আশাবাদী, তা উতড়ে যাওয়া যাবে। সে জন্য প্রথম থেকেই সরকার কাজ শুরু করেছে।বিভিন্ন গণমাধ্যমে হামলা ও মব বিষয়ে বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, এই আতঙ্ক তৈরি করছে পরাজিত শক্তি।
গণঅভ্যুত্থানের মাধ্যমে যেহেতু সেই অপশক্তিকে প্রতিহত করা গেছে বাকী চ্যালেঞ্জগুলোও সরকার মোকাবিলা করতে পারবে। এর আগে প্রশিক্ষণ উদ্বোধনকালে তিনি বলেন, সুষ্ঠু ভোটের পাশাপাশি জনগনের ব্যাপক অংশগ্রহণে গণভোট ও প্রার্থী নির্বাচন চায় সরকার।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফ, তথ্য সচিব মাহবুবা ফারজানা ও প্রেসক্লাব নেতারা।
এ প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক। সিলেট প্রেসক্লাব মিলনায়তনে ২ দিনব্যাপি চলবে এ কর্মশালা।