জাবি শিক্ষার্থীকে ধর্ষণের হুমকিদাতাদের শাস্তির দাবিতে বিক্ষোভ
১৬ জুলাই ২০১৮ ২২:১৩
|| জাবি করেসপন্ডেন্ট ||
জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক ছাত্রীকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ ওঠার পর অভিযুক্ত ছাত্রলীগ নেতাকর্মীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। সোমবার সন্ধ্যায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে পরিবহন চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি আশিকুর রহমান। এসময় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি নাজির আমিন জয়, ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদারসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিতি ছিলেন।
এদিকে, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পাঁচ নেতা-কর্মীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা ছাত্রীর বিরুদ্ধে মানহানির অভিযোগ এনেছে তিন ছাত্রলীগ কর্মী। সোমবার দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর পৃথকভাবে লিখিত অভিযোগ জমা দেন তারা। এই তিন নেতা-কর্মী হলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি হামজা রহমান, কর্মী জাহিদ হাসান ও ইশকাত হারুন।
অপরদিকে ওই ছাত্রী সারাবাংলা’কে বলেন, ‘ঘটনাটি ধামাচাপা দেয়ার পায়তারা করছে ছাত্রলীগের এ নেতা-কর্মীরা। ইতিমধ্যে, মুঠোফোনে তাদের কয়েকজন আমাকে হুমকি দেয়াসহ নানাভাবে হয়রানি করছেন।’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিকদার জুলকারনাইন বলেন, ‘ছাত্রলীগ নেতাকর্মীদের অভিযোগ অফিসে জমা পড়েছে। আমি হাতে পাইনি। ধর্ষণের হুমকির অভিযোগটি বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন সেলে পাঠানো হয়েছে। এই অভিযোগগুলো প্রক্টরিয়াল শাখার নীতিমালার বাইরে হওয়ায় আমরা সেগুলোকে বিশ্ববিদ্যালয়ের অভিযোগ তদন্ত শাখায় পাঠাবো।’
সারাবাংলা/এএস