মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে হেরে রিয়াল মাদ্রিদের চেয়ে ৫ পয়েন্ট পিছিয়ে পড়েছিলেন তারা। সেই অবস্থা থেকে দারুণভাবেই ধুরে দাঁড়িয়েছে বার্সেলোনা। শীর্ষে থেকে বছর শেষ করা বার্সা বছরের প্রথম ম্যাচেও পেল দুর্দান্ত এক জয়। কাতালান ডার্বিতে শেষের ৫ মিনিটের দুই গোলে এসপানিওলকে হারিয়ে লিগে টানা ৯ম জয় পেল হ্যান্সি ফ্লিকের দল।
এসপানিওলের মাঠে ম্যাচের প্রায় পুরোটাই রক্ষণভাগেই ব্যস্ত সময় পার করেছে বার্সা। এসপানিওলের মুহুর্মুহু আক্রমণ দারুণভাবেই ঠেকিয়ে দিয়েছেন বার্সা কিপার হুয়ান গার্সিয়া। ম্যাচজুড়ে তার অবিশ্বাস্য কিছু সেভেই গোল হজম করেনি বার্সা। দুর্দান্ত পারফরম্যান্সেই সুবাদেই ম্যাচসেরা হয়েছেন তিনি।
ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ভাবে। ম্যাচের শেষটাও সেভাবেই এগোচ্ছিল। ৮৬ মিনিটে ডেডলক ভাঙে বার্সা। ফিরমিন লোপেজের অ্যাসিস্টে গোল করেন ইনজুরি কাটিয়ে দলে ফেরা দানি অলমো।
ম্যাচের ৯০ মিনিটে গোল করে বার্সার জয় নিশ্চিত করেন রবার্ট লেভানডস্কি। এই গোলেও অ্যাসিস্ট ছিল লোপেজের। ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সা।
এই জয়ে লা লিগায় টানা ৯ জয়ের স্বাদ পেল বার্সা। ১৯ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন তারা। ১৮ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ।