Saturday 19 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চবিতে গণমাধ্যম নিয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু মঙ্গলবার


১৬ জুলাই ২০১৮ ২২:৪৫

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) গণমাধ্যম বিষয়ক তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু হতে যাচ্ছে আগামীকাল মঙ্গলবার (১৭ জুলাই)। বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এই সম্মেলনের আয়োজন করেছে।

সোমবার (১৬ জুলাই) দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

এ সময় জানানো হয়, ‘মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম: প্রসপেক্টস অ্যান্ড চ্যালেঞ্জেস ইন বাংলাদেশ অ্যান্ড বিয়ন্ড’ শীর্ষক তিন দিনের এই সম্মেলনে দেশ-বিদেশের ৭২ জন গবেষক অর্ধশতাধিক প্রবন্ধ উপস্থাপন করবেন। তারা বাংলাদেশ ও বহির্বিশ্বের গণমাধ্যম, যোগাযোগ ও সাংবাদিকতার সম্ভাবনা ও চ্যালেঞ্জের বিভিন্ন বিষয়ে আলোকপাত করবেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সম্মেলন কমিটির সম্পাদক ও শিক্ষক শাহাব উদ্দিন জানান, মঙ্গলবার সকাল ১০টা থেকে শুরু হবে তিন দিনের এই আন্তর্জাতিক সম্মেলন। উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি হিসেবে থাকবেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। সভাপতিত্ব করিবেন চবি উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

বৃহস্পতিবার (১৯ জুলাই) সমাপনী দিনে প্রধান অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান। তিন দিনের এই সম্মেলন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ কে খান আইন অনুষদে অনুষ্ঠিত হবে।

এতে আন্তর্জাতিক সম্মেলনে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ভারতের গণমাধ্যম ও যোগাযোগ গবেষক অধ্যাপক ড. বিপ্লব লৌহ চৌধুরী ও অধ্যাপক ড. সিএইচএসএন মূর্তি; রাশিয়ান অধ্যাপক ড. সের্গেই দেভিদভ, চীনা অধ্যাপক ড. জিয়াওজি জু, মালয়েশিয়ান যোগাযোগ গবেষক অধ্যাপক ড. জমিলা হাজি আহমদ, নেপালের লক্ষণ দত্ত পান্ট, ভূটানের সাংবাদিক তাসহি দেমা, যুক্তরাজ্যের সাংবাদিক উলদোজ সোহরাবি লারকি, পাকিস্তানি অধ্যাপক ড. আবিদা এজাজ।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, তিন দিনের আন্তর্জাতিক সম্মেলনকে তিনটি প্ল্যানারি ও ১৫টি প্যারালাল অধিবেশনে ভাগ করা হয়েছে। ১৩টি নির্দিষ্ট বিষয়ের ওপর ১৩টি প্যারালাল অধিবেশন অনুষ্ঠিত হবে। এ ছাড়া শিক্ষার্থীদের জন্যে নির্ধারিত দুইটি পৃথক অধিবেশনেও গবেষকরা তাদের প্রবন্ধ উপস্থাপন করবেন।

ভারত, পাকিস্তান, নেপাল, ভূটান, চীন, মালয়েশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মোট ২৯ জন প্রাবন্ধিক সম্মেলনে অংশ নেবেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, খুলনা ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ইউল্যাব, আইইউবি, বরেন্দ্র, ড্যাফোডিল ও পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা গবেষণা প্রবন্ধ পাঠ করবেন।

সংবাদ সম্মেলনে আরও ছিলেন সম্মেলন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ সহিদ উল্ল্যাহ, প্রক্টর আলী আজগর চৌধুরী ও বিভাগের সভাপতি আবুল কালাম আজাদ।

সারাবাংলা/আরডি/টিআর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর