Friday 09 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যমুনা ও সচিবালয়সহ ৬ এলাকায় সব ধরনের গণজমায়েত নিষিদ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট
৪ জানুয়ারি ২০২৬ ১৫:৪২ | আপডেট: ৪ জানুয়ারি ২০২৬ ১৬:৪৯

ঢাকা: আইনশৃংখলা রক্ষার্থে সচিবালয় ও প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনাসহ রাজধানীর ছয় স্থানে গণজমায়েত ও সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার (৪ জানুয়ারি) দুপুরে ডিএমপির উপপুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সই করা এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামী সোমবার (৫ জানুয়ারি) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

এতে আরও জানায় হয়, বাংলাদেশ সচিবালয় (সংলগ্ন এলাকাসহ), প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকা, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, অফিসার্স ক্লাব ক্রসিং ও মিন্টু রোড ক্রসিং এলাকায় সব ধরনের সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট, শোভাযাত্রাসহ যেকোনো ধরনের জনসমাগমমূলক কর্মসূচি নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর