Friday 09 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুঁজিবাজারে তিন কার্যদিবস উত্থান, লেনদেন ছাড়াল ৫০০ কোটি টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট
৪ জানুয়ারি ২০২৬ ১৫:৪২ | আপডেট: ৪ জানুয়ারি ২০২৬ ১৬:৪৯

ঢাকা: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) উত্থান দিয়ে শেষ করে ২০২৫ সালের শেষ কার্যদিবস। একই ধারাবাহিকতায় উত্থান দিয়ে শুরু করেছে নতুন বছর। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এরও ২০২৬ সালের শুরু হয়েছে উত্থান দিয়ে।

রোববার (০৪ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর প্রধান সূচক ডিএসইএক্স ৫৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৬৫ পয়েন্টে। যা এর আগের শেষ দুই কার্যদিবসের উত্থানের মধ্যে বৃহস্পতিবার (০১ জানুয়ারি) ৪৫ পয়েন্ট ও মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ৪ পয়েন্ট বেড়েছিল।

রোববার ডিএসই-তে ৫৩৭ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর পরিমাণ আগের দিন ছিল ৩৬৮ কোটি ১৬ লাখ টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে ১৬৯ কোটি ২৫ লাখ টাকা বা ৪৬ শতাংশ।

বিজ্ঞাপন

এদিন ডিএসই-তে লেনদেন হওয়া ৩৯০টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২০৪টির বা ৫২.৩১ শতাংশের। আর দর কমেছে ১৪৩টির বা ৩৬.৬৭ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৪৩টির বা ১১.০৩ শতাংশের।

অপর দিকে সিএসই-তে রোববার ২৬ কোটি ৯১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসই-তে লেনদেন হওয়া ১৭৫টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০০টির, কমেছে ৬১টির এবং পরিবর্তন হয়নি ১৪টির। এদিন সিএসই’র সার্বিক সূচক সিএএসপিআই ১২৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩৮২০ পয়েন্টে।

আগেরদিন সিএসই-তে ৪ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৯৭ পয়েন্ট কমেছিল।

সারাবাংলা/একে/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর