Thursday 08 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঞ্চগড়ে একসঙ্গে ৩ সন্তানের জন্ম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ জানুয়ারি ২০২৬ ১৮:২৪ | আপডেট: ৪ জানুয়ারি ২০২৬ ১৮:৪০

পঞ্চগড়: পঞ্চগড়ে এক প্রসূতি একসঙ্গে ৩টি সন্তান জন্ম দিয়েছেন। সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম নেওয়া দুই ছেলে ও এক মেয়ে-তিন নবজাতকই সুস্থ রয়েছে। প্রসূতিও ভালো আছেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

রোববার (৩ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২ টায় পঞ্চগড় শহরের দেশ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ প্রসব সম্পন্ন হয়।

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের জগিগঞ্জ গ্রামের কাপড় ব্যবসায়ী রুবেল রানার স্ত্রী শিউলি আক্তার (২৬) সন্তানসম্ভবা ছিলেন। শনিবার রাত ১১টার দিকে তার প্রসববেদনা শুরু হলে পরিবারের সদস্যরা দ্রুত তাকে মাইক্রোবাসে করে পঞ্চগড় শহরের দেশ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যান।

বিজ্ঞাপন

ক্লিনিকে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকেরা পরিস্থিতি বিবেচনায় জরুরি ভিত্তিতে সিজারিয়ান অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম নেয় তিনটি সুস্থ নবজাতক।

চিকিৎসকেরা জানান, শিউলি আক্তারের গর্ভকাল ছিল ৩৭ সপ্তাহ এক দিন। যেকোনো ধরনের জটিলতা এড়াতে সিজারিয়ান অপারেশন করা হয়। জন্ম নেওয়া তিন নবজাতকের মধ্যে কন্যাশিশুটির ওজন ২ কেজি ৫০০ গ্রাম। দুই ছেলে শিশুর ওজন যথাক্রমে ২ কেজি ৩০০ গ্রাম ও ২ কেজি ২০০ গ্রাম।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ৪ বছর আগে পারিবারিকভাবে রুবেল রানা (৩২) ও শিউলি আক্তারের (২৬) বিয়ে হয়। বিয়ের পর একবার গর্ভধারণ হলেও সে সময় একটি সন্তান গর্ভেই মারা যায়। গর্ভধারণের তিন দিনের মধ্যে একটি এবং পাঁচ দিনের ব্যবধানে আরেকটি সন্তান মারা যাওয়ার বেদনাদায়ক অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয় পরিবারটিকে। দীর্ঘ ২০ মাস পর আবার গর্ভধারণ করেন শিউলি আক্তার।

গর্ভধারণের শুরুতে আলট্রাসনোগ্রাম পরীক্ষায় চিকিৎসকেরা প্রথমে দুটি যমজ সন্তানের কথা জানান। পরে মাস অনুযায়ী নিয়মিত পরীক্ষায় নিশ্চিত হওয়া যায়, গর্ভে রয়েছে তিনটি সন্তান। পুরো গর্ভকালজুড়ে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণ ও নিয়মিত চিকিৎসার মধ্যেই সময় পার করেন শিউলি আক্তার। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের কাছাকাছি এসে নিরাপদভাবে তিনটি সন্তানের জন্ম দেন তিনি। নবজাতকদের জন্মের খবরে পরিবার ও স্বজনদের মধ্যে আনন্দের বন্যা বইছে।

রুবেল রানা বলেন, আল্লাহর অশেষ রহমতে একসঙ্গে তিনটি সুস্থ সন্তান পেয়েছি। আগের গর্ভধারণে সন্তান হারানোর কষ্ট এখনো ভুলতে পারিনি। সেই দুঃখের পর আজকের এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়। চিকিৎসক ও পরিবারের সবার দোয়ায় মা ও তিন সন্তানই সুস্থ আছে এ জন্য আমরা সবার কাছে কৃতজ্ঞ।

শিউলি আক্তার বলেন, দীর্ঘ সময় ভয় আর উৎকণ্ঠার মধ্য দিয়ে গর্ভকাল কেটেছে। আল্লাহ ভরসা রেখেছিলেন বলেই আজ আমি তিনটি সুস্থ সন্তানকে কোলে নিতে পেরেছি। চিকিৎসক ও নার্সদের যত্নে আমি এখন ভালো আছি। সবার দোয়া চাই, যেন সন্তানদের সুস্থভাবে বড় করতে পারি।

এ বিষয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের শিশু চিকিৎসক মনোয়ার হোসেন বলেন, জন্মের পর গভীর রাতে তিন নবজাতককে পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে আনা হয়েছিল। বর্তমানে তিন শিশুই সম্পূর্ণ সুস্থ রয়েছে।

সিজারিয়ান অস্ত্রোপচার পরিচালনাকারী সার্জারি চিকিৎসক ডা. আমির হোসেন বলেন, ট্রিপলেট ডেলিভারি খুবই বিরল ঘটনা। সময়মতো চিকিৎসা ও সঠিক ব্যবস্থাপনার কারণে মা ও তিন শিশুই ভালো আছে। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের। এমন সফল অস্ত্রোপচার চিকিৎসকদের জন্যও বিশেষ অভিজ্ঞতা।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর