Thursday 08 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পদ্মায় চোরাচালানে গিয়ে নৌকাডুবি, যুবক নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ জানুয়ারি ২০২৬ ১৮:৩৫

পদ্মা নদী।

চাঁপাইনবাবগঞ্জ: সদর উপজেলার ভারত সীমান্তবর্তী পদ্মা নদীতে চোরাচালানের উদ্দেশে যাত্রাকালে নৌকাডুবির ঘটনায় মো. গোল কাজল (৪৫) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন।

শনিবার (৩ জানুয়ারি) মধ্যরাতে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের নারোখাকি এলাকায় ঝড়ো হাওয়ার কবলে পড়ে নৌকাটি ডুবে যায়।

নিখোঁজ গোল কাজল চরবাগডাঙ্গা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চাকপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য ও প্রয়াত ফরোজ উদ্দিনের ছেলে। এ সময় তার সঙ্গে থাকা একই ইউনিয়নের পাঠানপাড়া গ্রামের মো. হাসান আলী (৪২) এবং গিধনি পাড়া গ্রামের মো. আলম (৩৮) সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গোল কাজলসহ তিনজন একটি নৌকা নিয়ে চোরাচালানের উদ্দেশ্যে পদ্মা নদীতে প্রবেশ করেন। তারা বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ১০০ গজ ভেতরে নারোখাকি এলাকায় পৌঁছালে হঠাৎ প্রচণ্ড ঝড়ো বাতাস শুরু হয়। একপর্যায়ে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে মাঝ নদীতে উলটে যায়। এতে নৌকায় থাকা দুজন সাঁতরে তীরে উঠলেও গোল কাজল নদীতে তলিয়ে যান।

বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চোরাচালানের উদ্দেশ্যে নদীপথে যাওয়ার সময় নৌকাডুবির ঘটনা ঘটে। এতে একজন নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে স্থানীয় উদ্ধারকারী দল ও পুলিশ তৎপর রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর