Saturday 17 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মন্ত্রীর আশ্বাসে অনশন ভাঙছেন শিক্ষকরা


২৫ ডিসেম্বর ২০১৭ ১৬:০৪ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৭ ১৭:২৬

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমানের আশ্বাসে আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। কিছুক্ষণের মধ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শিক্ষকদের অনশন ভাঙাবেন মন্ত্রী। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় সারাবাংলাকে এ তথ্য জানিয়েছেন।

এর আগে বেতন ধাপের ব্যবধান কমানোর জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে অনশনরত শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তিনি।

সোমবার  দুপুর ৩টার দিকের হেয়ার রোডের বাসভবনে ছয় সদস্যর শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে মন্ত্রীর এ বৈঠক শুরু হয়।

বৈঠকে মন্ত্রী বলেন, আমরা আপনাদের দাবি মেনে নেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণায়গুলোর সঙ্গে বসব। বেতন স্কেলসহ অনেকগুলো বিষয় এর সঙ্গে জড়িত। সেক্ষেত্রে আপনাদের দাবিগুলোর মধ্যে যেগুলো যৌক্তিক সেগুলো নিয়ে আলোচনা করব।

এদিকে বৈঠকের পর বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি শাহীনুর আল-আমিন সারাবাংলাকে জানিয়েছেন, মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। আমরা আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি, শহীদ মিনারে ফিরে গিয়ে আমরা আন্দোলন স্থগিতের আনুষ্ঠানির ঘোষণা দিব।

বিস্তারিত আসছে…

সারাবাংলা/এটি/একে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর