Monday 05 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশের বাজারে এলো অনার এক্স৯ডি স্মার্টফোন

‎স্টাফ করেসপন্ডেন্ট
৪ জানুয়ারি ২০২৬ ২৩:৩৯

অনার এক্স৯ডি স্মার্টফোন উন্মোচন।

‎ঢাকা: ‎স্মার্টফোনের বাজারে অনার এক্স৯ডি স্মার্টফোন উন্মোচন করেছে বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অনার বাংলাদেশ।

‎সর্বোচ্চ স্থায়িত্ব এবং শক্তিশালী ব্যাটারি পারফরমেন্সের মাধ্যমে এ স্মার্টফোনটি মিড-রেঞ্জ স্মার্টফোন সেগমেন্টে এক নতুন মানদণ্ড স্থাপন করতে যাচ্ছে। পাশাপাশি জনপ্রিয় ক্রিকেটার সাইফ হাসানকে অনার বাংলাদেশ এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করা হয়। অনার ও সাইফ হাসান একসঙ্গে তরুণ স্মার্টফোনপ্রেমীদের মাঝে অনারের ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধিতে ও ব্র্যান্ডটির প্রতি তাদের আস্থা বৃদ্ধিতে ভূমিকা রাখবেন।

‎রোববার (৪ জানুয়ারি) গাজীপুরে অবস্থিত একটি রিসোর্টে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে অনার নিজেদের তৈরি সর্বশেষ এ স্মার্টফোনটি উন্মোচন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ল্যাং গুও, ডেপুটি কান্ট্রি ম্যানেজার মুজাহিদুল ইসলাম, স্মার্ট টেকনোলজিস (বিডি) লি. এর হেড অব বিজনেস (টেলিকম) আবদুল্লাহ আল মামুন সহ সহ অনারের ডিলার পার্টনার এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।

‎অনুষ্ঠানে ল্যাং গুও বলেন, ‘সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বজুড়ে এবং বাংলাদেশে অনার ক্রমাগত সফলতা অর্জন করছে। অনার বাংলাদেশের গত বছরের প্রবৃদ্ধি ২০০ শতাংশ। এক্স সিরিজের সবচেয়ে শক্তিশালী ফোন অনার এক্স৯ডি উন্মোচনের মাধ্যমে এ বছরের শুরুটা অনারের জন্য খুব ভালো হয়েছে।’

বিজ্ঞাপন

‎অনার এক্স৯ডি টেকসই ও শক্তিশালী পারফরমেন্সের জন্য সাড়া ফেলেছে অনার এক্স৯ডি। ‘হাইয়েস্ট স্মার্টফোন ড্রপ’ ক্যাটাগরিতে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করেছে স্মার্টফোনটি। এ পরীক্ষার সময় ৬.১৩৩ মিটার উচ্চতা থেকে ফোনটি ফেলে দেওয়া হয়। এ উচ্চতা থেকে পড়েও ফোনটি অক্ষত ছিল, যা ফোনটির টেকসই গঠন ও স্থায়িত্বেরই প্রমাণ। যারা টেকসই ও নির্ভরযোগ্য স্মার্টফোন ব্যবহার করতে চান, একইসঙ্গে স্টাইল ও উদ্ভাবনকে গুরুত্ব দিয়ে বিবেচনা করেন, তাদের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে নতুন এই স্মার্টফোনটি।

‎ডিভাইসটিতে রয়েছে ৮৩০০ মিলিঅ্যাম্পিয়ার-আওয়ার সিলিকন-কার্বন ব্যাটারি, যা বর্তমানে বাজারে বিদ্যমান স্মার্টফোনগুলোর মধ্যে সর্বোচ্চ। এতে রয়েছে ১০৮ মেগাপিক্সেল আল্ট্রা-সেন্সিং ক্যামেরাসহ আরও উন্নত ফিচার। দুর্দান্ত পারফরমেন্স নিশ্চিতে ডিভাইসটিতে রয়েছে স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ প্রসেসর এবং ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ।

অনার এক্স৯ডি বাজারে পাওয়া যাবে সানশাইন গোল্ড, মিডনাইট ব্ল্যাক এবং রেডিশ ব্রাউন এই তিনটি রঙে।

‎এই ফোনটির বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ৪৬,৯৯৯ টাকা। ১১ জানুয়ারি পর্যন্ত নতুন এই স্মার্টফোনটির অগ্রিম বুকিং দেওয়া যাবে। এর মাধ্যমে আগ্রহী ক্রেতারা অনারের এক্স সিরিজের সর্বশেষ স্মার্টফোনটি সবার আগে ব্যবহারের সুযোগ পাবেন।

‎সারাবাংলা/এনএল/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর