অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপটা ছিল বহু বছরের। এবারের অ্যাশেজের শুরুতেই সেই আক্ষেপ মিটেছে তার। ইংলিশ ব্যাটার জো রুট এবার পেলেন সিরিজের দ্বিতীয় সেঞ্চুরি। সিডনিতে অ্যাশেজের শেষ টেস্টের দ্বিতীয় দিনে তিন অংক ছুঁয়ে ইতিহাস গড়লেন রুট। অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিংয়ের সঙ্গে যৌথভাবে তিনি এখন টেস্টে তৃতীয় সর্বোচ্চ সেঞ্চুরির মালিক।
সেঞ্চুরির খুব কাছে গিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছিলেন রুট। সিডনিতে দ্বিতীয় দিনের শুরুতেই সেঞ্চুরি ছুঁয়েছেন তিনি। ১৪৬ বলে সেঞ্চুরি পান রুট। এটি টেস্টে তার ৪১তম সেঞ্চুরি।
৪১ সেঞ্চুরি নিয়ে তালিকার তৃতীয় স্থানে এতদিন ছিলেন শুধুই পন্টিং। এবার রুট বসলেন তার পাশে। ২৮৭ ইনিংসে ৪১ সেঞ্চুরিতে শেষ হয়েছে পন্টিংয়ের ঝলমলে ক্যারিয়ার। রুট তাকে ছুঁলেন ১০ ইনিংস বেশি খেলে।
রুটের সামেন এখন দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস। ক্যালিসের সেঞ্চুরি ৪৫টি। ৫১ সেঞ্চুরি করে টেস্টের সর্বকালের সর্বোচ্চ সেঞ্চুরিয়ান ভারতের শচীন টেন্ডুলকার।
টেস্টে মোট রানের পাশাপাশি সেঞ্চুরিতেও শচীনকে ছোঁয়ার বেশ কাছে চলে এসেছেন রুট। ৩৫ বছর বয়সী রুট কি পারবেন ক্যারিয়ার শেষে সবাইকে ছাড়িয়ে অন্য উচ্চতায় পৌঁছে যেতে?