Tuesday 06 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টি-২০ বিশ্বকাপ ২০২৬
বাংলাদেশের ম্যাচের ভেন্যু পরিবর্তনে কেমন জটিলতায় পড়বে আইসিসি?

স্পোর্টস ডেস্ক
৫ জানুয়ারি ২০২৬ ১২:৫০ | আপডেট: ৫ জানুয়ারি ২০২৬ ১৩:৫৬

টি-২০ বিশ্বকাপ নিয়ে জটিলতার আইসিসি

প্রায় মাসখানেক আগেই আসন্ন টি-২০ বিশ্বকাপের সূচি ঘোষণা করেছিলেন তারা। তবে শেষ মুহূর্তে মোস্তাফিজুর রহমান বিতর্ক এলোমেলো করে দিল সবকিছুই। বিশ্বকাপের মাত্র এক মাস আগে বাংলাদেশ জানিয়ে দিয়েছে, তারা ভারতের মাটিতে খেলতে যেতে রাজি নয়। আর এতেই শেষ মুহূর্তে বিশ্বকাপের সূচি বদলানোর জটিলতায় যেতে হবে আইসিসিকে।

পাকিস্তানের আপত্তির মুখে ভারতের সঙ্গে শ্রীলংকাতেও আয়োজন করা হবে এবারের বিশ্বকাপ। সি গ্রুপে বাংলাদেশের সব ম্যাচই পড়েছে ভারতে। কলকাতা ও মুম্বাই, দুই ভেন্যুতে হওয়ার কথা ছিল গ্রুপ পর্বের ৪টি ম্যাচ।

৭ ফেব্রুয়ারি পর্দা উঠবে এবারের বিশ্বকাপের। সেদিনই কলকাতায় বাংলাদেশ মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। একই ভেন্যুতে ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এরপর মুম্বাইতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল।

বিজ্ঞাপন

বাংলাদেশ যেহেতু ভারতের মাটিতে খেলতে অস্বীকৃতি জানিয়েছে, আইসিসিকে তাই একটি কঠিন সিদ্ধান্তে আসতেই হবে। বাংলাদেশের ম্যাচ যদি শ্রীলংকায় নিয়ে যাওয়া হয়, সেখানে বদলাতে হবে পুরো বিশ্বকাপের সূচি। টিকিট বিক্রিসহ স্পন্সরশীপ, হোটেল, নিরাপত্তা ইস্যুতে এরই মধ্যে আয়োজনের সব কাজ সম্পন্ন করেছে ভারত। অনুমেয়ভাবেই ভেন্যু বদলে গেলে বড় অংকের ক্ষতির মুখে পড়বেন তারা। এতে তাই ভারতের আপত্তি থাকবে সবচেয়ে বেশি।

শুধু ভারত নয়, সি গ্রুপে বাংলাদেশের ৪ প্রতিপক্ষও তুলতে পারে আপত্তি। অন্য দলগুলোর ম্যাচও পড়েছে ভারতেই। শুধুমাত্র বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলতে ভারত থেকে শ্রীলংকায় যাতায়াতের ধকল তারা নিতে রাজি হবেন কিনা, সে নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

প্রশ্ন থাকছে শ্রীলংকাকেও নিয়েও। পাকিস্তান ইস্যুতে শেষ মুহূর্তে কিছু ম্যাচের আয়োজক হয়েছে লংকানরা। বাংলাদেশের ৪ ম্যাচও যদি সেখানে যায়, তাহলে কোন স্টেডিয়ামে এবং কবে-কখন আয়োজন করা হবে সেই ম্যাচগুলো, এ নিয়ে শ্রীলংকান ক্রিকেট বোর্ডের সঙ্গেও আলোচনায় বসতে হবে আইসিসিকে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আইসিসি এরই মধ্যে বাংলাদেশের ম্যাচের ভেন্যু পরিবর্তন নিয়ে চিন্তা ভাবনা শুরু করেছে। সব মিলিয়ে বাংলাদেশ ইস্যুতে আইসিসিকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে দ্রুতই।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর