Tuesday 06 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৯ বছর পর বগুড়া যাচ্ছেন তারেক রহমান

স্টাফ করেসপন্ডেন্ট
৫ জানুয়ারি ২০২৬ ১৫:৫০ | আপডেট: ৫ জানুয়ারি ২০২৬ ১৬:৩৩

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী রোববার (১১ জানুয়ারি) ঢাকার বাইরে প্রথম সফর করবেন। সফরের শুরুতেই তিনি বগুড়া সফরে যাচ্ছেন। এটি তার ১৯ বছর পর বগুড়া সফর।

বিএনপির গুলশান কার্যালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১১ জানুয়ারি বগুড়া সফরের কথা রয়েছে। রোববার (৪ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে আলাপকালে তিনি নিজেই একথা বলেন। সোমবার (৫ জানুয়ারি) রাতে অনুষ্ঠিতব্য স্থায়ী কমিটির বৈঠকে বিষয়টি চুড়ান্ত হবে। বৈঠক শেষে সফরের সিডিউল ঘোষণা দেওয়া হতে পারে।

বগুড়া জেলা বিএনপির সূত্র জানায়, তারেক রহমান সর্বশেষ ২০০৬ সালের ২৪ ডিসেম্বর বগুড়ায় এসেছিলেন। দীর্ঘ ১৯ বছর ১৮ দিন পর আগামী ১১ জানুয়ারি তিনি আবার বগুড়ার মাটিতে পা রাখবেন।

বিজ্ঞাপন

সূত্র জানায়, তারেক রহমান ১১ জানুয়ারি সন্ধ্যার দিকে বগুড়ায় পৌঁছবেন। রাতে তিনি একটি হোটেলে রাত্রিযাপন করবেন। পরদিন ১২ জানুয়ারি বেলা ১০টায় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে তার মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জেলা বিএনপি গণদোয়া কর্মসূচির আয়োজন করা হবে। তিনি সেখানে অংশ নেবেন।

উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত প্রধান তারেক রহমান বগুড়া-৬ (সদর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরই মধ্যে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর