ব্রাহ্মণবাড়িয়া: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের বিএনপি-জমিয়ত জোট মনোনীত প্রার্থী জুনায়েদ আল হাবীব বলেছেন, ‘আপনারা সবাই মিলে যদি আমার খেজুর গাছটাকে ধানের শীষ বানান, আমি এমপি হব ইনশাআল্লাহ। । ধানের শীষের প্রতীক নিয়ে যদি আপনাদের একজন প্রার্থী হতেন, তার জন্য যেভাবে কাজ করতেন, আমি চাই সেভাবেই আমার জন্য কাজ করেন।’
রোববার (৪ জানুয়ারি) ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
জুনায়েদ আল হাবীব ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের মনোনীত প্রার্থী। তিনি জমিয়তে উলামায়ে ইসলামের সহসভাপতি এবং হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের সভাপতির দায়িত্বে রয়েছেন।
দোয়া মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও বলেন, ‘তারেক রহমান এ দেশের দ্বীনদার আলেম সমাজের হৃদয়ে প্রবেশ করে ফেলেছেন। সংবর্ধনা সভায় তিনি হাত উঁচু করে আল্লাহর সাহায্য কামনা করেছেন।’
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনীতি বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
এ সময় আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মোহাম্মদ শামীম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন, আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাজাহান সিরাজসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।