বগুড়া: বগুড়ার সরকারি শাহ সুলতান কলেজের শিক্ষার্থীদের জন্য বাস উপহার দিচ্ছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (৫ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান।
এরআগে কলেজ শিক্ষার্থীদের পরিবহনে বাস সংকটের কথাটি সোস্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরে তারেক রহমান এই সিদ্ধান্ত নেন।
বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান জানান, বগুড়া সরকারি আজিজুল হক কলেজে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ফ্রি ওয়াইফাই দেওয়া হয়। এরপর সরকারি শাহ সুলতান কলেজ শিক্ষার্থীরা সোস্যাল মিডিয়ায় দাবি উত্থাপন করেছিলেন-তাদের কলেজে আসা-যাওয়ার জন্য পরিবহন সংকট। পোস্টটি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে এলে তিনি শিক্ষার্থীদের বাস দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
এই খবর প্রকাশের পর কলেজের শিক্ষার্থীরা উচ্ছ্বাসে ফেটে পড়েন। তারা তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করেন। একইসঙ্গে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করেন।