Monday 05 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মনোনয়ন ফিরে পেতে প্রথম দিনে আপিল জমা ৪১টি

স্টাফ করেসপন্ডেন্ট
৫ জানুয়ারি ২০২৬ ১৮:৫০ | আপডেট: ৫ জানুয়ারি ২০২৬ ২০:৪৪

‎ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোটে ৭২৩ প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আপিল আবেদনের প্রথম দিনে তাদের মধ্যে থেকে মনোনয়ন ফিরে পেতে  ৪১টি এবং মনোনয়ন গ্রহণের বিরুদ্ধে ১টিসহ মোট ৪২ টি আবেদন করেছেন। আগামী ৯ জানুয়ারি পর্যন্ত আপিল করা যাবে।

সোমবার (৫ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত এসব আবেদন জমা পড়ে।

ইসি সূত্রে জানা গেছে, ‎আপিল আবেদনের প্রথম দিনে রাজধানী ঢাকা অঞ্চল থেকে সর্বোচ্চ সংখ্যক আপিল জমা পড়েছে। ঢাকা থেকে আসা আবেদনের সংখ্যা ১৫টি। তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে রংপুর অঞ্চল, যেখান থেকে মোট ৬টি আবেদন জমা পড়েছে।

‎রাজশাহী ও কুমিল্লা অঞ্চল থেকে ৫টি করে আবেদন জমা পড়েছে। তবে কুমিল্লার ক্ষেত্রে একটি বিশেষত্ব হলো, সেখানে গ্রহণের বিপরীতে ১টি আপিল জমা পড়েছে।

খুলনা থেকে ৬টি এবং ফরিদপুর থেকে ৭টি আবেদন জমা পড়েছে। ময়মনসিংহ ও বরিশাল অঞ্চল থেকে ১টি করে আবেদন জমা পড়েছে। আর বন্দর নগরী চট্টগ্রাম থেকে জমা পড়েছে ২টি আবেদন। একমাত্র সিলেট অঞ্চল থেকে এখন পর্যন্ত কোনো আপিল আবেদন জমা পড়েনি।

প্রাপ্ত পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, অধিকাংশ আবেদনই করা হয়েছে কোনো সিদ্ধান্তের ‘বাতিলের বিরুদ্ধে’। মোট ৪২টি আবেদনের মধ্যে ৪১টি আবেদনই বাতিলের বিরুদ্ধে করা হয়েছে। অন্যদিকে, কোনো সিদ্ধান্ত ‘গ্রহণের বিরুদ্ধে’ আপিল এসেছে মাত্র ১টি (কুমিল্লা অঞ্চল থেকে)।

‎তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময়সীমা ৫ থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনএল/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর