Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাম্প-পুতিন বৈঠক: সমালোচনায় জর্জরিত ট্রাম্প


১৭ জুলাই ২০১৮ ১৩:৫৩

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

ফিনল্যান্ডে অনুষ্ঠিত ট্রাম্প-পুতিন বৈঠকের পর নিজ দেশে নানা সমালোচনায় বিদ্ধ হচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প।

বিভিন্ন অভিযোগে মধ্যে রয়েছে, ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ আনা হলেও রাশিয়ার পক্ষে কথা বলছেন ট্রাম্প।

নির্বাচন বিষয়ে ট্রাম্পের বক্তব্য হচ্ছে, যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার নাকগলানোর কিছু নেই।

তবে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা নির্বাচনে রাশিয়ান হস্থক্ষেপের অভিযোগ তোলায়। সমালোচকরা বলছেন, পুতিনের সঙ্গে বৈঠকে নিজের দেশের গোয়েন্দা সংস্থাকেই বিতর্কিত করেছেন ট্রাম্প।

এ ব্যাপারে অন্যতম রিপাবলিকান নেতা ও হাউজ স্পিকার পল রায়ান জানিয়েছেন, ‘ট্রাম্পকে অবশ্যই মনে রাখা উচিৎ রাশিয়া আমাদের মিত্র নয়।’

তা ছাড়া এই ঘটনাকে লজ্জাজনক কর্মকাণ্ড হিসেব উল্লেখ করেছেন রিপাবলিকান সিনেটর পল ম্যাককেইন।

প্রেসিডেন্ট পুতিন অবশ্য এই অভিযোগকে বরাবরের মতো অস্বীকার করেছেন।

সোমবার ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে রাশিয়াির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে প্রায় দঘণ্টা ধরে রুদ্ধদ্বার বৈঠক হয়।

তাদের সম্মেলন শেষে ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল আপনার নিজের দেশের গোয়েন্দা সংস্থাকে বিশ্বাস করবেন, না-কি রাশিয়ার প্রেসিডেন্টকে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ আনা হলে তাকে বিশ্বাস করবেন।

এই প্রশ্নের জবাবে ট্রাম্প জানিয়েছেন, ‘এই ধরনের ঘটনার কোনো কারণ আমি দেখছি না।’

এ ছাড়াও ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ আছে, যুক্তরাষ্ট্রের অন্যান্য প্রেসিডেন্টের তুলনায় রাশিয়ার বিরুদ্ধে কম কঠোর হতে দেখা গেছে ট্রাম্পকে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআই

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর