Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গৌরনদীতে বেইলি ব্রিজ ভেঙে যান চলাচল বন্ধ


১৭ জুলাই ২০১৮ ১২:৪৯

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

বরিশাল: বরিশালের গৌরনদীতে বালু বোঝাই ট্রাক ওঠায় নির্মাণাধীন কালভার্টের বিকল্প বেইলি ব্রিজ ধসে পড়েছে। এতে ঢাকা-বরিশাল মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (১৭ জুলাই) সকাল ছয়টায় উপজেলার ইল্লাহ গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মাদারীপুর থেকে গৌরনদীগামী একটি ট্রাক ওই বিকল্প বেইলি ব্রিজের ওপর উঠলে সেটি ধসে পড়ে। এতে ঘটনাস্থলের দুই দিকেই শতাধিক যানবাহন আটকা পড়েছে। ফলে দূরপাল্লার বাসগুলো কোটালিপাড়া পয়সারহাট হয়ে বরিশালসহ দক্ষিণাঞ্চলে প্রবেশ করছে। এতে প্রায় একশ কিলোমিটার অতিরিক্ত ঘুরে আশায় যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আতিয়ার জানান, মাদারীপুর থেকে ১০ চাকার একটি ট্রাক বালু বোঝাই করে গৌরনদী যাওয়ার পথে ইল্লা ডাইভেশন বেইলি ব্রিজের উপর উঠলে ব্রিজটি ডেবে ভেঙে যায়। ফলে যান চলাচল বন্ধ থাকে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি সরিয়ে দ্রুত ভাঙা ব্রিজ মেরামত করে যান চলাচলের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

সারাবাংলা/এমএইচ

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর