ঢাকা: টানা দুইদিন দেশের দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচক ও লেনদেনে পতন হয়েছে। প্রধান বাজারে দরপতন হলেও অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) উভয় ক্ষেত্রে উত্থান হয়েছে। এর আগে টানা তিনদিন পুঁজিবাজারে সূচক কমেছিল।
বাজার পর্যালোচনায় দেখা গেছে, আগের দিন সূচকের পতনে লেনদেন শেষ হলেও মঙ্গলবার (০৬ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ঊর্ধ্বগতি দিয়ে লেনদেন শুরু হয়েছিল। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূচক কমতে থাকে। দিনশেষে ডিএসইএক্স ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৫৪ পয়েন্টে। যা আগের দিন কমেছিল ১০ পয়েন্ট।
এর আগের শেষ ৩ কার্যদিবসের টানা উত্থানের মধ্যে রোববার (০৪ জানুয়ারি) ৫৫ পয়েন্ট, বৃহস্পতিবার (০১ জানুয়ারি) ৪৫ পয়েন্ট ও মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ৪ পয়েন্ট বেড়েছিল।
আজ ডিএসই-তে ৪৫৪ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর পরিমাণ আগের দিন ছিল ৪৮৫ কোটি ৮২ লাখ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ৩১ কোটি ১৩ লাখ টাকা বা ৬ শতাংশ।
এদিন ডিএসই-তে লেনদেন হওয়া ৩৯১টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১০৮টির। শতাংশের হারে ২৭.৬২ শতাংশের দাম বেড়েছে। এর বিপরীতে আর দর কমেছে ২২৭টির। ৫৮.০৬ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৫৬টির বা ১৪.৩২ শতাংশের।
অপরদিকে সিএসই-তে মঙ্গলবার ১১ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসই-তে লেনদেন হওয়া ১৪২টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬৪টির, কমেছে ৬৩টির এবং পরিবর্তন হয়নি ১৫টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩৮৬২ পয়েন্টে।
আগের দিন সিএসই-তে ৮ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ২১ পয়েন্ট বেড়েছিল।