Wednesday 07 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি, বিপাকে জনজীবন

রাবি করেসপন্ডেন্ট
৬ জানুয়ারি ২০২৬ ১৯:৫২ | আপডেট: ৬ জানুয়ারি ২০২৬ ২১:৫২

রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। ছবি: সংগৃহীত

রাজশাহী: রাজশাহী মহানগর ও আশেপাশের উপজেলায় গত কয়েকদিন ধরে চলছে শৈত্যপ্রবাহ। হিমেল হাওয়া ও সূর্য না ওঠায় কনকনে শীতে কাঁপছে পুরো জেলা। এই শীতে রাজশাহীতে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস। শৈত্যপ্রবাহের সঙ্গে ঠান্ডা বাতাসে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ।

রাজশাহী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোর ৬টায় রাজশাহীতে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর ফলে জেলার ওপর দিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। হঠাৎ তাপমাত্রা কমে যাওয়ায় রাজশাহীসহ আশপাশের জেলাগুলোতে শীতের তীব্রতা বেড়েছে। এতে বিপাকে পড়েছে খেটে খাওয়া দিনমজুর মানুষরা।

বিজ্ঞাপন

ভোর থেকে ঘন কুয়াশা ও হিমেল বাতাসে নগরী ও গ্রামাঞ্চলে শীতের প্রভাব স্পষ্ট হয়ে ওঠে। সকাল পর্যন্ত সূর্যের দেখা না মেলায় সড়ক-মহাসড়কে যান চলাচল ছিল ধীরগতি। শীত থেকে বাঁচতে বিভিন্ন এলাকায় মানুষকে খড়কুটো ও কাঠ জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেছে। অনেকে আবার ভোরে কাজে বের হতে না পেরে দেরিতে জীবিকার সন্ধানে বের হয়েছেন।

তীব্র শীতে স্বাভাবিক জীবনযাপনে দুর্ভোগের কথা জানিয়ে চা বিক্রেতা টিটু বলেন, ‘শীত বেশি পড়ায় সকালে মানুষজন ঘর থেকে বের হতে চাইছে না। কুয়াশা আর ঠান্ডা বাতাসে চা বিক্রিও আগের তুলনায় কমে গেছে। সকাল থেকে বসে থাকলেও ক্রেতা তেমন পাওয়া যাচ্ছে না। এই শীতে কাজ করে সংসার চালানো খুব কষ্ট হয়ে যাচ্ছে।’

তীব্র শীতের প্রভাবে ‍দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থীরাও। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী আহমেদ মারুফ বলেন, ‘এই শীতে প্রায় সময়ই আমাদের সকাল ৯টায় ক্লাস থাকে, যা আমাদের জন্য অনেক কষ্টের। ভোরে ঘন কুয়াশা ও তীব্র ঠান্ডার কারণে ক্যাম্পাসে আসতে সমস্যায় পড়তে হয়। বিশেষ করে যারা হলে থাকে না, দূর থেকে আসে তাদের দুর্ভোগ আরও বেশি।’

রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক তারেক আজিজ বলেন, উত্তরাঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া শীতল বাতাসের প্রভাবে আগের দিনের তুলনায় একদিনেই তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস কমে গেছে। আজ মঙ্গলবার সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ। তবে, সকালে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া বিরাজ করলেও কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। গতকাল সোমবার (৫ জানুয়ারি) রাজশাহীতে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর