Wednesday 07 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গভর্নরের উপদেষ্টা হিসেবে মো. আহসান উল্লাহ’র চুক্তির মেয়াদ বাড়ল

স্টাফ করেসপন্ডেন্ট
৬ জানুয়ারি ২০২৬ ২০:৫২ | আপডেট: ৬ জানুয়ারি ২০২৬ ২১:৫১

গভর্নরের উপদেষ্টা হিসেবে মো. আহসান উল্লাহ্ – ছবি : সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের গভর্নরের উপদেষ্টা হিসেবে মো. আহসান উল্লাহ্-এর চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আরও এক বছরের জন্য বাড়ানো হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়‌রি) এক পর্ষদ সভায় এ অনুমোদন দেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. আহসান উল্লাহ গত বছরের ৬ জানুয়ারি গভর্নরের উপদেষ্টা হিসেবে নিয়োগ পান। তিনি টানা ৩৫ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশ ব্যাংকে দায়িত্ব পালন করেন এবং জ্যেষ্ঠতম নির্বাহী পরিচালক হিসেবে অবসর গ্রহণ করেন।

অবসরের পর তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম)-এ সুপারনিউমারারি অধ্যাপক হিসেবে যোগ দেন। শিক্ষাজীবনে মো. আহসান উল্লাহ যুক্তরাষ্ট্রের ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে এমএ ডিগ্রি লাভ করেন।

বিজ্ঞাপন

কর্মজীবনে তিনি সর্বদা একজন মেধাবী ও দক্ষ কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন। বাংলাদেশ ব্যাংকে দায়িত্ব পালনকালে অসাধারণ দক্ষতা ও পেশাদারিত্বের জন্য তিনি মেধাভিত্তিক পদোন্নতি লাভ করেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর