Wednesday 07 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বন্ধ হতে যাচ্ছে হিলি দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি

লোকাল করেসপন্ডেন্ট
৬ জানুয়ারি ২০২৬ ২১:৫০

হিলি: দেশীয় কৃষকদের স্বার্থ রক্ষায় ভারত থেকে নতুন করে পেঁয়াজ আমদানির অনুমতি (আইপি) দেওয়া বন্ধ করেছে সরকার। তবে আমদানিকারকরা আগের নেওয়া অনুমতির ভিত্তিতে আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত পেঁয়াজ দেশে আনতে পারবেন। সেক্ষেত্রে ফেব্রুয়ারি থেকৈ এ স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেয়াজ আমদানি বন্ধ হতে যাচ্ছে। এদিকে আমদানির নতুন পথ বন্ধ হওয়ায় বাজারে পেঁয়াজের দাম আবার বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সোমবার (৫ জানুয়ারি) সকাল থেকে সরকারের সংশ্লিষ্ট বিভাগ ভারত থেকে পেঁয়াজ আমদানির নতুন কোনো অনুমতি দেয়নি। তবে হিলি স্থলবন্দর দিয়ে আগের এলসির বিপরীতে সোমবারও ১২টি ট্রাকে করে ৩৪৪ টন পেঁয়াজ দেশে প্রবেশ করেছে।

বিজ্ঞাপন

গত ৭ ডিসেম্বর থেকে আমদানি শুরু হওয়ার পর বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করেছিল। বর্তমানে পাইকারি বাজারে প্রতি কেজি পেঁয়াজ ৪০ থেকে ৫০ টাকার মধ্যে স্থিতিশীল রয়েছে।

নতুন করে আমদানির অনুমতি বন্ধের খবর আসতেই বন্দরে পেঁয়াজের দাম কেজিতে প্রায় ২ টাকা বেড়ে গেছে। আমদানিকারকদের মতে, সরবরাহ কমে গেলে দাম আবারো বেড়ে ৮০ থেকে ৮৫ টাকায় গিয়ে ঠেকতে পারে।

হিলি স্থলবন্দর উদ্ভিদ সংঘনিরোধ কেন্দ্রের উপসহকারী কর্মকর্তা ইউসুফ আলী জানান, নতুন অনুমতি দেওয়া বন্ধ থাকলেও পুরোনো আইপি ব্যবহার করে আমদানিকারকরা জানুয়ারির শেষ পর্যন্ত পেঁয়াজ খালাস করতে পারবেন।

মূলত স্থানীয় কৃষকরা যাতে তাদের উৎপাদিত পেঁয়াজের ন্যায্য মূল্য পান, তা নিশ্চিত করতেই সরকার আমদানির লাগাম টেনে ধরার এই সিদ্ধান্ত নিয়েছে।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর