ঢাকা: নতুন উদ্যোক্তাদের উদ্ভাবন ও উন্নয়ন কার্যক্রমে অর্থায়ন জোরদারে বাংলাদেশ ব্যাংকের স্টার্ট-আপ পুনঃঅর্থায়ন তহবিলে ৫০০ কোটি টাকার একটি চুক্তিতে অংশগ্রহণ করেছে । এ উপলক্ষে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটি আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ৬ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম সম্মেলন কক্ষে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহারের উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন এসবিএসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং বাংলাদেশ ব্যাংকের এসবিএসি ও বিশেষ কর্মসূচি বিভাগের পরিচালক ।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক, এসবিএসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক , ব্যাংকের ইভিপি ও ঋণ বিভাগের প্রধান সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বাংলাদেশ ব্যাংকের স্টার্ট-আপ পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় এই অর্থায়নের মাধ্যমে নতুন উদ্যোক্তারা সহজ শর্তে ঋণ সুবিধা পাবেন, যা দেশের স্টার্ট-আপ ইকোসিস্টেমকে আরও গতিশীল করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। একই সঙ্গে প্রযুক্তিনির্ভর ও উদ্ভাবনী উদ্যোগ বিকাশে এই তহবিল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।