Thursday 08 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টি-২০ বিশ্বকাপ ২০২৬
বিশ্বকাপ খেলতে হলে ভারতে যেতেই হবে বাংলাদেশকে

স্পোর্টস ডেস্ক
৭ জানুয়ারি ২০২৬ ০৮:৩৪ | আপডেট: ৭ জানুয়ারি ২০২৬ ১০:৩৩

টি-২০ বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, আইসিসিকে সেটা সাফ জানিয়ে দিয়েছিল বিসিবি। আইসিসি কি ভারত থেকে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলংকায় সরিয়ে নেবে, এ নিয়েই চলছে আলোচনা। তবে এসবের মধ্যেই ইএসপিএন ক্রিকইনফো বলছে, আইসিসি বিসিবিকে জানিয়ে দিয়েছে, বিশ্বকাপে অংশ নিতে হলে ভারতেই যেতে হবে বাংলাদেশ দলকে।

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রতিবাদে ভারতের মাটিতে খেলতে যেতে অস্বীকৃতি জানিয়েছিল বাংলাদেশ। বাংলাদেশের গ্রুপ পর্বের ৪টি ম্যাচ ভারতের পরিবর্তে শ্রীলংকায় নিয়ে যাওয়ার অনুরোধও জানানো হয়েছিল।

তবে ভারত থেকে ম্যাচগুলো শ্রীলংকায় সরানো হবে কিনা, সে নিয়েই তৈরি হয়েছিল বড় জটিলতা। ইএসপিএন-ক্রিকইনফোর দাবি, আইসিসি ও বিসিবির মধ্যে গতকাল এক জরুরি ভার্চুয়াল বৈঠক হয়েছে। তবে সেই বৈঠক থেকে কী সিদ্ধান্ত হয়েছে, তা নিয়ে অবশ্য পাওয়া যাচ্ছে পরস্পরবিরোধী খবর।

বিজ্ঞাপন

ক্রিকইনফো বলছে, ওই ভার্চুয়াল বৈঠকে আইসিসি স্পষ্ট করে বিসিবিকে জানিয়ে দিয়েছে, বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে অন্য কোথাও সরিয়ে নেওয়ার অনুরোধ এই মুহূর্তে তাদের পক্ষে রাখা সম্ভব নয়। আইসিসির পক্ষ থেকে আরও বলা হয়েছে, বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে। ভারতে না গেলে সেটাকে ‘ওয়াকওভার’ হিসেবে ধরা হবে, থাকবে পয়েন্ট হারানোর ঝুঁকিও।

তবে বিসিবির দাবি ভিন্ন। বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমকে বেশ কিছু সূত্র জানিয়েছেন, আইসিসি এমন কোনো চূড়ান্ত বার্তা বা আলটিমেটাম দেয়নি।

২০ দলের টি–টোয়েন্টি বিশ্বকাপ ৭ ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে ৮ মার্চ পর্যন্ত। টুর্নামেন্টের স্বাগতিক ভারত ও শ্রীলঙ্কা। গ্রুপ ‘সি’-তে থাকা বাংলাদেশের প্রথম তিন ম্যাচ কলকাতায়। ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরু। এরপর ৯ ফেব্রুয়ারি বাংলাদেশের প্রতিপক্ষ ইতালি, ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ড। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ১৭ ফেব্রুয়ারি, মুম্বাইয়ে, প্রতিপক্ষ নেপাল।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর