খেলা চলার সময় মারামারি করে যখন লাল কার্ড দেখলেন, তখনই ধরে নেওয়া হয়েছিল নিষেধাজ্ঞা আসতে চলেছে দুজনের ওপরেই। শেষ পর্যন্ত বাংলাদেশ নারী ফুটবল লিগের ম্যাচে মারামারি করায় দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন জাতীয় দলের দুই ফুটবলার মনিকা চাকমা ও তহুরা খাতুন। নিষিদ্ধ হয়েছেন আরেক ফুটবলার সাবিত্রি ত্রিপুরাও।
গত ৪ জানুয়ারি ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব ও জামালপুর কাঁচারিপাড়ার ম্যাচ চলার সময় কাঁচারিপাড়া একাদশের ফুটবলার সাবিত্রি ত্রিপুরা ফাউল করেছিলেন ফরাশগঞ্জের মনিকা চাকমাকে। পড়ে যাওয়া মনিকা উঠে দাঁড়িয়ে আক্রমণ করেন সাবিত্রিকে। তখনই শুরু হয় বাকবিতণ্ডা।
মাঠের প্রায় সব খেলোয়াড় ঘটনাস্থলে ছুটে এসে জটলা পাকিয়ে মারামারি শুরু করেন। সেই মারামারি এক পর্যায়ে ভয়ংকর রূপ নেয়। রেফারি তখন তিনজনেই লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন।
বাফুফ্যার ডিসিপ্লিনারি কমিটি এই ম্যাচের ভিডিও ফুটেজ দেখে পরবর্তীতে সিদ্ধান্ত নিয়েছে, শুধু লাল কার্ড নয়, তিন ফুটবলারকে দেওয়া হবে নিষেধাজ্ঞার শাস্তিও। বাফুফে জানিয়েছে, মনিকা-তহুরা-সাবিত্রি তিনজনকেই দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।