ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ মঙ্গলবার (৬ জানুয়ারি) ঘোষণা করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক হামলা ও নিকোলাস মাদুরোকে গ্রেফতারের ঘটনায় নিহত সেনা সদস্যদের স্মরণে আগামী সাত দিন দেশব্যাপী শোক পালন করা হবে।
রদ্রিগেজ বলেন, গত শনিবার (৩ জানুয়ারি) মার্কিন অভিযানে দেশটির সামরিক সদস্যরা প্রাণ হারিয়েছেন, এবং তাদের সম্মানে এই শোক সপ্তাহ ঘোষণা করা হয়েছে। স্থানীয় সরকারের হিসাবে ওই হামলায় ভেনেজুয়েলার প্রায় ২৪ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন।
এদিকে কিউবার সরকার বলেছে, ভেনেজুয়েলায় দায়িত্ব পালনকালে ৩২ জন তাদের সামরিক ও পুলিশ সদস্যও নিহত হয়েছেন। ক্ষতিগ্রস্তদের স্মরণে কিউবা দুই দিনের শোক ঘোষণা করেছে।