আফ্রিকা মহাদেশের শ্রেষ্ঠত্বের লড়াইটা শুরু হয়েছিল গত বছরের ২১ ডিসেম্বর। দুই সপ্তাহ জমজমাট এক লড়াইয়ের পর কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ৮ দল। এক নজরে দেখে নেওয়া যাক শেষ ৮ এ কোন দল কার বিপক্ষে মাঠে নামবে।
কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে আগামী ৯ জানুয়ারি মুখোমুখি হবে শক্তিশালী সেনেগাল ও মালি। সেদিনই রাত ১টায় মাঠে নামবে এবারের টুর্নামেন্টের হট ফেভারিট মরক্কো। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ ক্যামেরুন।
১০ জানুয়ারি তৃতীয় কোয়ার্টার ফাইনালে লড়বে টুর্নামেন্টের অন্যতম দুই ফেভারিট আলজেরিয়া ও নাইজেরিয়া। ম্যাচটি হবে রাত ১০টায়।
সেদিন রাত ১টায় শেষ কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে এবারের টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল মিশর। শেষ ৮ এ তাদের প্রতিপক্ষ আইভরিকোস্ট।
আগামী ১৪ ও ১৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে এবারের আফকনের দুই সেমিফাইনাল। আগামী ১৯ জানিয়ারি রাবাতের প্রিন্স আবদুল্লাহ স্টেডিয়ামে হবে আফকনের ফাইনাল।