Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিয়ানমার থেকে ইয়াবা আসে : স্বরাষ্ট্রমন্ত্রী


১৭ জুলাই ২০১৮ ১৩:৫৯

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।। 

ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন, প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে ইয়াবা আসে বাংলাদেশে। মঙ্গলবার (১৭ জুলাই) ঢাকা রিপোর্টাস ইউনিটিতে (ডিআরইউ)  মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এই তথ্য জানান।

ডিআরইউ সভাপতি মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. শুকুর আলী শুভর সঞ্চালনায় এই অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল গণমাধ্যমকর্মীদের একাধিক প্রশ্নের জবাব দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে ইয়াবা আসছে এদেশে। সর্বনাশা এই নেশা দেশের অলিতে-গলিতে ছড়িয়ে পড়েছে। এই  মাদক এত বেশি পরিমাণে ঢুকে যায় যে অনেক উদ্যোগ নিয়েও তা থামানো যাচ্ছিল না। এখন যে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে তাতে তা নিয়ন্ত্রণে চলে আসবে।’

তিনি আরো বলেন, ‘ঢাকা কেন্দ্রীয় কারাগারে এখন ৮০ হাজার বন্দি রয়েছে। দেশের সব কারাগারে যে সকল বন্দি রয়েছে তাদের ৪৩ শতাংশই মাদকের সঙ্গে জড়িত। ’

মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে এ তথ্য জানিয়ে তিনি বলেন, ‘এই যুদ্ধে সকলেই উৎসাহ এবং তথ্য দিয়ে সহায়তা করছে।  যাদের বিরুদ্ধে  অভিযান চালানো হচ্ছে তাদের তথ্য-উপাত্ত ৫টি গোয়েন্দা সংস্থার তথ্যের সঙ্গে মিললেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

মাদক অভিযানে টেকনাফের একজন জনপ্রতিনিধিকে অবৈধভাবে ক্রসফায়ারে দেয়া হয়েছে, গণমাধ্যমকর্মীদের এমন অভিযোগের প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিষয়টি এখনও তদন্ত করা হয়েছে। অভিযোগটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এরই মধ্যে ক্যাম্প কমান্ডারসহ সংশ্লিষ্টদের ফিরিয়ে আনা হয়েছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআইএল/জেডএফ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর