Thursday 08 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে এলো ভুট্টার চালান

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৭ জানুয়ারি ২০২৬ ১৪:৩১ | আপডেট: ৭ জানুয়ারি ২০২৬ ১৫:৩১

ঢাকা: গত ২০১৮ সালের পর প্রথমবারের মতো বাংলাদেশে পৌঁছেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ভুট্টার চালান।

বুধবার (৭ জানুয়ারি) চট্টগ্রাম বন্দরে আসা এই চালানকে স্বাগত জানায় যুক্তরাষ্ট্র দূতাবাস।

বুধবার (৭ জানুয়ারি) ঢাকার মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের দূতাবাস জানিয়েছে, এই চালানটিতে ২০২৫–২৬ ফসল মৌসুমে নর্থ ডাকোটা, সাউথ ডাকোটা ও মিনেসোটায় উৎপাদিত ৫৭,৮৫৫ মেট্রিক টন হলুদ ভুট্টা অন্তর্ভুক্ত রয়েছে, যা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের ভ্যাঙ্কুভার বন্দর থেকে জাহাজে পাঠানো হয়েছে।

দূতাবাস জানায়, গত আট বছরে প্রথমবারের মতো বাংলাদেশের পশুখাদ্য প্রস্তুতকারকদের প্রাণী পুষ্টির একটি নির্ভরযোগ্য উৎস হিসেবে যুক্তরাষ্ট্রের উচ্চমানের ভুট্টা ব্যবহারের সুযোগ করে দিয়েছে এই সরবরাহ।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্র দূতাবাসের এগ্রিকালচারাল অ্যাটাশে এরিন কোভার্ট জাহাজটিকে স্বাগত জানাতে চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশের তিনটি প্রধান পশুখাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান—নাহার এগ্রো গ্রুপ, প্যারাগন গ্রুপ এবং নারিশ পোলট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেড—এর ক্রেতাদের সমন্বয়ে গঠিত একটি জোট।

যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান শস্য রপ্তানিকারক প্রতিষ্ঠান ইউনাইটেড গ্রেইন কর্পোরেশন (ইউজিসি)-এর একজন কর্মকর্তা বলেন, গত আট বছরে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ভুট্টার প্রথম চালানের অংশ হতে পেরে আমরা গর্বিত। এই উদ্যোগটি বাস্তবায়নে যারা অবদান রেখেছেন, তাদের সবার প্রতি আমরা কৃতজ্ঞ এবং আগামী বছরগুলোতে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের শস্য সরবরাহ করতে আমরা আগ্রহী।

বিজ্ঞাপন

হোয়াটসঅ্যাপে নতুন এআই ফিচার
৮ জানুয়ারি ২০২৬ ১৫:৫৬

আরো

সম্পর্কিত খবর