অবসরের পর তিনি কী করবেন, এ নিয়ে যেন জল্পনা কল্পনার শেষ নেই। ক্যারিয়ারের সায়াহ্নে দাঁড়িয়ে থাকা লিওনেল মেসি এবার ফুটবল ছাড়ার পর নিজের পরিকল্পনার কথা জানালেন। এক সাক্ষাৎকারে মেসি বলছেন, কোচিং নয়, ফুটবল ক্লাবের মালিক হওয়াই তার মূল লক্ষ্য।
আর্জেন্টিনা ও বার্সেলোনা তারকা মেসি অবসরের পর ডাগআউটে দাঁড়াবেন, এমনটাই স্বপ্ন দেখেন কোটি মেসি ভক্ত। তবে মেসি বরাবরই বলে এসেছেন, তিনি কোচিংয়ে তেমন ইচ্ছুক নন।
লুজু টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেছেন, অবসরের পর ক্লাবের মালিকানা কিনতে বেশি আগ্রহী তিনি, ‘আমি নিজেকে কোচ হিসেবে কখনোই কল্পনা করি না। ম্যানেজার হওয়ার ব্যাপারটা দারুণ, কিন্তু আমি ক্লাবের মালিক হতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করব। আমি নিজের একটা ক্লাব কিনতে চাই। সেই ক্লাব একেবারে তলানি থেকে সবার উপরে উঠবে। আমি চাই এই ক্লাবে তরুণ ফুটবলাররা নিজেদের মেলে ধরতে পারবে। অবসরের পর ফুটবলের সঙ্গে যুক্ত থাকতে চাইলে এভাবেই থাকতে চাই।’
কিছুদিন আগেই ইন্টার মায়ামির সঙ্গে নতুন চুক্তি করেছেন মেসি। ২০২৮ সাল পর্যন্ত মেজর সকার লিগের ক্লাবের সঙ্গে নতুন চুক্তি করেছেন আর্জেন্টাইন অধিনায়ক।