Thursday 08 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খিলক্ষেতে মাইক্রোবাসের ধাক্কায় মাছ ব্যবসায়ী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
৭ জানুয়ারি ২০২৬ ১৫:২৩ | আপডেট: ৭ জানুয়ারি ২০২৬ ১৭:৫৬

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল। ছবি: সংগৃহীত

ঢাকা: ঢাকার খিলক্ষেতে রাস্তা পারাপারের সময় মাইক্রোবাসের ধাক্কায় চন্দন দাস (৫৫) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।

বুধবার (৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ৩০০ ফিট রাস্তায় জুলাই স্মৃতি ফাউন্ডেশনের মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর আহত হয় চন্দন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুপুর দেড়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

চন্দনকে হাসপাতালে নিয়ে আসা পরিচিত নজরুল ইসলাম জানান, তিনি থাকেন খিলক্ষেত কুর্মিটোলা স্কুলের পিছনে। খিলক্ষেত রেলগেটে মাছ বিক্রি করেন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ভেরবনগর গ্রামে। তার বাবার নাম সুরেশ চন্দ দাস।

বিজ্ঞাপন

তিনি জানান, খিলক্ষেত কুড়াতলি এলাকায় একজনের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন চন্দন। সেখান থেকে হেঁটে বাসায় ফিরছিলেন। পথে ৩০০ ফিট রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির মাইক্রোবাসটি তাকে ধাক্কা দেয়। অল্পের জন্য বেঁচে যান নজরুল। পরে স্থানীয়দের সহায়তায় ওই গাড়িতে করেই তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক চন্দনকে মৃত বলে জানান।

এদিকে হাসপাতালে আসা জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সিনিয়র ভেরিফিকেশন অফিসার আফজালুর রহমান সায়েম জানান, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ) ২০২৬-এ জুলাই স্মৃতি ফাউন্ডেশন দুটি প্যাভিলিয়ন আছে। প্রতিদিন মাইক্রোবাসে করে তাদের কর্যালয় থেকে স্টাফদের মেলায় পৌঁছে দিয়ে আসা এবং পরবর্তীতে নিয়ে আসা হয়। আজ সকালে স্টাফদের মেলায় পৌঁছে দিয়ে গাড়িটি কার্যালয়ে ফিরছিল। পথে এক্সপ্রেসওয়েটিতে ওই ব্যক্তি রাস্তা পার হওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। খিলক্ষেত থানা পরবর্তীতে আইনি কার্যক্রম পরিচালনা করছে।

সারাবাংলা/এসএসআর/ইআ
বিজ্ঞাপন

শীতে নারীদের মানানসই জুতা
৮ জানুয়ারি ২০২৬ ১৯:০১

আরো

সম্পর্কিত খবর