Friday 09 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্প্যানিশ সুপার কাপ
বিলবাওকে গুঁড়িয়ে দিয়ে ফাইনালে বার্সা

স্পোর্টস ডেস্ক
৮ জানুয়ারি ২০২৬ ০৯:৩৫ | আপডেট: ৮ জানুয়ারি ২০২৬ ১১:০৬

ফাইনালে পৌঁছে গেল বার্সা

প্রথমার্ধে ১৬ মিনিটের ব্যবধানে ৪ গোল করে ফাইনালে এক পা দিয়ে রেখেছিলেন তারা। স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে অ্যাথলেটিক বিলবাওকে শেষ পর্যন্ত ৫-০ গোলে গুঁড়িয়ে দিল বার্সেলোনা। রাফিনহার জোড়া গোলে বিলবাওকে উড়িয়ে দিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে পৌঁছে গেছে বার্সা।

সৌদি আরবের জেদ্দায় কিং আবদুল্লাহ স্টেডিয়ামে বিলবাওয়ের বিপক্ষে পুরো ম্যাচেই ছিল বার্সার দাপট। শুরুর একাদশে ছিলেন না দলের দুই তারকা লামিন ইয়ামাল ও রবার্ট লেভানডস্কি।

২২ মিনিটে প্রথম গোল করে ফেরান তোরেস। ৩০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফিরমিন লোপেজ। ৩৪ মিনিটে দলের তৃতীয় গোল আসে রুনি বারজিলের পা থেকে।

বিজ্ঞাপন

৩৮ মিনিটে নিজের প্রথম গোলের দেখা পান রাফিনহা। ৪-০ গোলে এগিয়ে থেকে ফাইনাল ততোক্ষণে অনেকটাই নিশ্চিত করে ফেলেছে বার্সা। প্রথম দল হিসেবে স্প্যানিশ সুপার কাপের সেমি-ফাইনালে প্রথমার্ধে চার গোল করার কীর্তি গড়ল কাতালানরা।

৫২ মিনিটের মাথায় নিজের দ্বিতীয় ও দলের ৫ম গোল করেন রাফিনহা। শেষ পর্যন্ত ৫-০ গোলের জয় নিয়েই ফাইনালে চলে গেল বার্সা।

একই মাঠে আজ রাতে আরেক সেমিফাইনালে লড়বে রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ। ১১ জানুয়ারি একই মাঠে হবে এবারের ফাইনাল।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর