Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্নীতি দমনে পাকিস্তানের চেয়ে ব্যর্থরাষ্ট্র বাংলাদেশ: মান্না


১৭ জুলাই ২০১৮ ১৪:৪০

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: ‘দুর্নীতি দমনে পাকিস্তানের চাইতেও বাংলাদেশ ব্যর্থরাষ্ট্র, বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

মঙ্গলবার (১৭ জুলাই) রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে নাগরিক ঐক্য’র ‘ক্যাম্পেইন অ্যাগেইনেস্ট স্টেট করাপশন’ নামের একটি ফেসবুক পেজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

এ সময় মান্না ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)‘র প্রতিবেদন তুলে ধরে বলেন, ‘সরকার ক্ষমতায় আসার বছর অর্থাৎ–২০০৯ সালে ব্যর্থ রাষ্ট্রের তালিকায় বাংলাদেশ আর পাকিস্তান একই অবস্থানে (১৩৯তম) ছিলো। এ বছর বাংলাদেশ ১৪৩তম, আর অনেকের চোখে ব্যর্থরাষ্ট্র হিসেবে পরিচিত পাকিস্তান ১১৭তম। বাংলাদেশের চেয়ে ২৬ ধাপ উপরে আছে পাকিস্তান।’

এ ছাড়া  ‘সরকার উন্নয়নের কথা বলে, কাজের চাইতেও অধিক ব্যয় দেখিয়ে বিদেশে অর্থ পাচার করছে।’ বলেও অভিযোগ করেন মান্না।

সবাইকে তার খোলা ফেসবুক পেজ ‘ক্যাম্পেইন অ্যাগেইনেস্ট স্টেট করাপশন’ নামের এই পেজ বেশি-বেশি শেয়ার করার আহ্বান জানিয়ে মান্না বলেন, ‘যাতে পাতাটি সবার নজরে আসে। কারণ, আমরা এই পাতাটিতে সরকারের সকল প্রকার দুর্নীতি প্রকাশ করবো। জনগণ জানে না আওয়ামী লীগ উন্নয়নের মিথ্যাচার ছড়িয়ে, কাজের চেয়ে বেশি পরিমাণে অর্থ ব্যয় দেখিয়ে দেশের টাকা বিদেশে পাচার করছে।’

তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংকের ভোল্টে ভূত ঢুকেছে। তাই সোনা সব পিতলে পরিণত হয়েছে। কতবড় দুর্নীতি হলে, সোনা পিতলে পরিণত হয়! আমার জানা নেই।

ইতোমধ্যে সরকারের দুর্নীতি প্রচারের কাজ শুরু করে দিয়েছি উল্লেখ করে মান্না বলেন, ‘আমরা বৃহৎ পরিসরে সবাইকে এই ফেসবুক পাতায় সম্পৃক্ত করতে মাঠ পর্যায়ে ক্যাম্পেইন শুরু করবো।’

অনুষ্ঠানে মাহমুদুর রহমান মান্না ছাড়াও অন্যান্যদের মধ্যে বিএনপির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা চৌধুরী জাফর উল্লাহসহ অনেকে উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসও/এমআই


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর