Friday 09 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অ্যাশেজ ২০২৫
৪-১ ব্যবধানে অ্যাশেজ জিতল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
৮ জানুয়ারি ২০২৬ ১১:২২

অ্যাশেজ জয়ের আনন্দে মেতেছে অজিরা

সিরিজের প্রথম তিন টেস্ট জিতে অ্যাশেজ ধরে রাখা নিশ্চিত হয়েছিল আগেই। শেষ পর্যন্ত এবারের অ্যাশেজ সিরিজ অস্ট্রেলিয়া জিতে নিল ৪-১ ব্যবধানে। সিডনিতে সিরিজের ৫ম ও শেষ টেস্টে ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে বড় ব্যবধানেই অ্যাশেজ ধরে রাখার মিশন শেষ করল অজিরা।

সিডনি টেস্টের পঞ্চম দিনে ইংল্যান্ডকে দ্বিতীয় ইনিংসে বেশি বড় স্কোর গড়তে দেয়নি অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড গুটিয়ে যায় ৩৪২ রানে। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের লিড দাঁড়ায় ১৫৯।

১৬০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দুই অজি ওপেনার হেড-ওয়েদারাল্ড দারুণ সূচনা এনে দেন দলকে। ওপেনিং এই জুটি ১০ ওভারের মাঝে তোলে ৬২ রান। ২৯ রান হেড ফিরলে ভাঙে জুটি।

বিজ্ঞাপন

নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা উসমান খাজা বেশি বড় স্কোর গড়তে পারেননি। মাত্র ৬ রানেই টংয়ের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন তিনি।

শেষ পর্যন্ত ইংল্যান্ডের দেওয়া টার্গেট ছুঁতে অজিদের উইকেট পড়েছে ৫টি। ৩১ ওভার ২ বলে ৫ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে গেছে অস্ট্রেলিয়া।

এই জয়ে ৪-১ ব্যবধানে এবারের অ্যাশেজ জিতে ‘ছাইদানি’ নিজেদের কাছেই রেখে দিল স্টিভ স্মিথের দল।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর