নিরাপত্তা ইস্যুতে ভারতের মাটিতে খেলতে যাবে না বাংলাদেশ। এতে ভারত-শ্রীলংকাতে অনুষ্ঠিত এবারের টি-২০ বিশ্বকাপ নিয়ে জেগেছে শঙ্কা। এসবের মধ্যেই পাকিস্তানের সংবাদমাধ্যম জিও স্পোর্টস বলছে, ভিসা জটিলতায় ভারতে খেলতে আসা নিয়ে জটিলতায় পড়বে আরও ৫ দেশ!
ভারত-পাকিস্তান রাজনৈতিক দ্বন্দ্বের কারণে বহু বছর ধরেই ভুগছে ক্রিকেট। দুই দেশই একে অন্যের মাটিতে খেলছে না অনেক বছর ধরেই। শুধু তাই নয়, দ্বিপাক্ষিক সিরিজেও তারা মুখোমুখি হয়নি এক যুগেরও বেশি সময় ধরে। কোন দেশে পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার থাকলে ভারতের ভিসা পেতে বেশ জটিলতায় ভুগতে হয় তাদের।
জিও স্পোর্টস বলছে, এবারের টি-২০ বিশ্বকাপের আগে ঠিক একই সমস্যায় ভুগছেন ৫ দেশ। যুক্তরাষ্ট্র, কানাডা, ওমান, ইতালি ও সংযুক্ত আবর আমিরাত- এই ৫ দেশে খেলবে বেশ কয়েকজন পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার। ভারতের ভিসা পেতে এরই মধ্যে সমস্যায় পড়ছেন তারা, জিও স্পোর্টস বলছে এমনটাই।
জিও স্পোর্টসের দাবি, ভিসা জটিলতায় পড়া ৫ দেশ এই ব্যাপারে আইসিসির কারণে আনুষ্ঠানিক আবেদনও করেছে। যদিও ভারতের ভিসা ইস্যুতে এখনো দেশগুলোকে কোন সমাধান দেয়নি আইসিসি।
শেষ পর্যন্ত ৫ দেশের ক্রিকেটাররা ভারতের ভিসা পাবেন কিনা, সে নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে টি-২০ বিশ্বকাপের এবারের আসর।