Friday 09 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজিবিএ'র নির্বাচন
ভিশনারি অ্যালায়েন্সের প্যানেল পরিচিতি অনুষ্ঠিত

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ জানুয়ারি ২০২৬ ১৭:২৯

ঢাকা: বাংলাদেশের অর্থনীতির চালিকাশক্তি পোশাক শিল্প। এ শিল্পে অর্ডার সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে বাংলাদেশ গার্মেন্ট অ্যান্ড বায়িং হাউজ অ্যাসোসিয়েশন (বিজিবিএ)। আগামী ১০ জানুয়ারি বিজিবিএর ২০২৫–২৬ সেশনের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বুধবার (৭ জানুয়ারি) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ভিশনারি অ্যালায়েন্সের উদ্যোগে জমকালো প্যানেল পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিজিবিএর বর্তমান সভাপতি ও ভিশনারি অ্যালায়েন্সের সভাপতি মোফাজ্জল হোসেন পাভেল, ভিশনারি অ্যালায়েন্সের প্যানেল লিডার ও সভাপতি প্রার্থী আবদুল হামিদ পিন্টু, ব্যবসায়ী নেতা কফিল উদ্দিনসহ সংশ্লিষ্ট নেতারা বক্তব্য দেন।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, বিজিবিএর মোট ২১ সদস্যের পরিচালনা পর্ষদের মাধ্যমে পোশাক শিল্প খাতকে ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করা, নতুন বাজার ও নতুন কর্মসংস্থান সৃষ্টি, বিজিবিএকে একটি ব্যবসাবান্ধব সংগঠন হিসেবে দেশ ও বিদেশে সুসংগঠিত করা এবং ব্যবসাবান্ধব নীতি নির্ধারণে সরকারকে সহায়তা করাই ভিশনারি অ্যালায়েন্সের মূল লক্ষ্য।

সারাবাংলা/জিএস/ইআ