Friday 09 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নন-লাইফ বীমায় শূন্য শতাংশ কমিশন বাস্তবায়ন পর্যবেক্ষণে মনিটরিং কমিটি

স্টাফ করেসপন্ডেন্ট
৮ জানুয়ারি ২০২৬ ১৮:৫৪ | আপডেট: ৮ জানুয়ারি ২০২৬ ২১:৪১

-ছবি : প্রতীকী ও সংগৃহীত

ঢাকা: নন-লাইফ বীমা খাতে শূন্য শতাংশ কমিশন বাস্তবায়ন কঠোরভাবে পর্যবেক্ষণের জন্য পাঁচ সদস্যের একটি মনিটরিং কমিটি গঠন করেছে মুখ্য নির্বাহীদের সংগঠন (বিআইএফ)। সম্প্রতি ব্যক্তি এজেন্ট লাইসেন্স স্থগিতসহ সাধারণ বীমা খাতে শূন্য কমিশন ঘোষণা করে (আইডিআরএ) যে সার্কুলার জারি করেছে, তার বাস্তবায়ন তদারক করতেই এ কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) ঢাকার দিলকুশা এলাকার বিআইএফ কার্যালয়ে নন-লাইফ বীমা খাতের মুখ্য নির্বাহীদের অংশগ্রহণে অনুষ্ঠিত বিশেষ জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন বিআইএফের প্রেসিডেন্ট, বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন-এর কার্যনির্বাহী সদস্য ও পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা বিএম ইউসুফ আলী।

বিজ্ঞাপন

সভায় উপস্থিত ছিলেন বিআইএফের ভাইস প্রেসিডেন্ট ও তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসির মুখ্য নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ, সেক্রেটারি জেনারেল ও সেনা ইন্স্যুরেন্স পিএলসির মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শফিক শামীম পিএসসি, জয়েন্ট সেক্রেটারি জেনারেল ও জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান, বাংলাদেশ কো-অপারেটিভ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. নূরে আলম সিদ্দিকীসহ বিভিন্ন নন-লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির প্রধান নির্বাহীরা।

সভায় সিদ্ধান্ত অনুযায়ী, বিআইএফের সেক্রেটারি জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শফিক শামীম পিএসসি-কে আহ্বায়ক করে রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ড. এ কে এম সারোয়ার জাহান জামীল, এশিয়া ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. ইমাম শাহীন, প্রগতি ইন্স্যুরেন্স পিএলসির মুখ্য নির্বাহী কর্মকর্তা সৈয়দ সিহাব উল্যাহ আল মনজুর এবং সিটি ইন্স্যুরেন্স পিএলসির মুখ্য নির্বাহী কর্মকর্তা শামীম হোসেন-কে সদস্য করে পাঁচ সদস্যের মনিটরিং কমিটি গঠন করা হয়।

এই কমিটি বিআইএফের সব সদস্য প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে সাধারণ বীমা খাতে শূন্য শতাংশ কমিশন সংক্রান্ত আইডিআরএ’র সাম্প্রতিক সার্কুলার বাস্তবায়ন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।