ঢাকা: আমদানির আড়ালে বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচারের অভিযোগে আলিফ ইন্ড্রাস্ট্রিজ লি. এর পরিচালক ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে বাদী হয়ে মামলা দায়ের করেছে সিআইডি।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য জানিয়েছেন।
প্রতিষ্ঠানের পরিচালক ও সংশ্লিষ্টরা হলেন- মো. আজিজুল ইসলাম, চেয়াম্যান; মো. আজিমুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক; মো. রফিকুল ইসলাম, পরিচালক; তানিম নোমান সাত্তার, স্বাধীন পরিচালক; মো. আজহারুল ইসলাম, স্বাধীন পরিচালক।
জসীম উদ্দিন খান বলেন, আলিফ ইন্ড্রাস্ট্রিজ লি. বৈধ আমদানির ঘোষণা প্রদান করলেও প্রকৃতপক্ষে ঘোষণাকৃত পণ্যের তুলনায় কম বা ভিন্ন পণ্য আমদানি করে প্রায় ২৮ কোটি ৪০ লাখ ৮৮ হাজার ৮১৪ মার্কিন ডলার সমপরিমাণ অর্থ বিদেশে পাচার করেছে বলে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া যায়। এই অর্থ বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা নীতিমালা লঙ্ঘন করে বিদেশে স্থানান্তর করা হয়েছে। এ ঘটনায় আলিফ ইন্ড্রাস্ট্রিজ লি. এর নিবন্ধিত কার্যালয় ও কারখানা সংশ্লিষ্ট নথিপত্র, আমদানি সংক্রান্ত কাগজপত্র, এলসি ডকুমেন্ট, ব্যাংক হিসাব বিবরণী ও অন্যান্য আর্থিক তথ্য পর্যালোচনা করে অনিয়মের বিষয়টি নিশ্চিত করা হয়। আমদানিকৃত পণ্যের মূল্য ও পরিমাণে গরমিল দেখিয়ে বৈদেশিক মুদ্রার অপব্যবহার ও অর্থপাচারের মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতি হয়েছে।
তিনি বলেন, আলিফ ইন্ড্রাস্ট্রিজ লি. এর চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্ট পরিচালক ও কর্মকর্তাদের বিরুদ্ধে গুলশান থানায় গতকাল বুধবার মানিলন্ডারিং মামলা করা হয়। অপরাধের পূর্ণাঙ্গ তথ্য উদঘাটন, অজ্ঞাত অপর সদস্যদের শনাক্তকরণ ও অন্যান্য আইনানুগ প্রক্রিয়ার স্বার্থে সিআইডির তদন্ত ও অনুসন্ধান অব্যাহত রয়েছে।