Friday 09 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দু’দিনব্যাপী আন্তর্জাতিক ইসলামিক ফাইন্যান্স ও ব্যাংকিং সম্মেলন শুক্রবার শুরু

স্টাফ করেসপন্ডেন্ট
৮ জানুয়ারি ২০২৬ ২১:৪৩ | আপডেট: ৯ জানুয়ারি ২০২৬ ০৮:২৯

-ছবি : সংগৃহীত

ঢাকা: টেকসই অর্থনৈতিক উন্নয়নে ইসলামিক ফাইন্যান্সের ভূমিকা জোরদার করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক ‘ইসলামিক ফাইন্যান্স ও ব্যাংকিং সম্মেলন ২০২৬’। জাতীয় পর্যায়ের এই ঐতিহাসিক ফ্ল্যাগশিপ উদ্যোগটি আগামী ৯ ও ১০ জানুয়ারি ঢাকার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হবে।

সম্মেলনটি যৌথভাবে আয়োজন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগ এবং সিএসবিআইবি।

আয়োজকরা জানান, এই সম্মেলনের মাধ্যমে বৈশ্বিক পরিসরে বাংলাদেশের ইসলামিক ফাইন্যান্স খাতকে আরও সুসংহত ও প্রতিযোগিতামূলক করে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে।

“টেকসই অর্থনৈতিক উন্নয়নের জন্য ইসলামিক ফাইন্যান্স”—এই প্রতিপাদ্যে অনুষ্ঠিত দুই দিনব্যাপী সম্মেলনে ব্যাংক নিয়ন্ত্রক সংস্থা, ইসলামিক ফাইন্যান্স পেশাজীবী, শরীয়াহ পণ্ডিত ও উপদেষ্টা, নীতিনির্ধারক, আর্থিক উদ্ভাবক এবং দেশ-বিদেশের খ্যাতনামা গবেষক ও শিক্ষাবিদরা অংশ নেবেন।

বিজ্ঞাপন

সম্মেলনের কার্যসূচিতে থাকবে উচ্চপর্যায়ের নীতি আলোচনা, পিয়ার-রিভিউড গবেষণা প্রবন্ধ উপস্থাপন, জ্ঞান-বিনিময় সেশন এবং ব্যাপক নেটওয়ার্কিং সুযোগ। আয়োজকদের মতে, এসব কার্যক্রম ইসলামিক ব্যাংকিং ও ফাইন্যান্স শিল্পে প্রাতিষ্ঠানিক সহযোগিতা ও টেকসই প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে।

অনুষ্ঠেয় এ সম্মেলনে বিশিষ্ট স্থানীয় ও আন্তর্জাতিক পণ্ডিত এবং বৈশ্বিক চিন্তাশীল নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন, এদের মধ্যে রয়েছেন- অধ্যাপক মোহাম্মদ কবির হাসান (ইউনিভার্সিটি অফ নিউ অরলিন্স, ইউএসএ), অধ্যাপক হাবিব আহমেদ (ডারহাম ইউনিভার্সিটি, ইউকে), ডক্টর ইমরান আশরাফ উসমানি (চেয়ারম্যান অফ শরীয়াহ বোর্ডস, পাকিস্তান), ডক্টর এসকান্দার শাহ মোহাম্মদ রাশিদ (সিইও, ইসরা কনসাল্টিং, মালয়েশিয়া), ওমর মোস্তফা আনসারী (সেক্রেটারি জেনারেল, এএওআইএফআই, বাহরাইন)।

দ্বিতীয় দিনে (শনিবার) প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন, ড. আহসান এইচ মনসুর, বাংলাদেশ ব্যাংকের গভর্নর।

আয়োজকরা আশা করছেন, এ সম্মেলন ইসলামিক ফাইন্যান্সে গবেষণা, নীতিনির্ধারণ ও বাস্তব প্রয়োগের মধ্যে সেতুবন্ধন তৈরি করবে এবং বাংলাদেশকে বৈশ্বিক ইসলামিক ফাইন্যান্স মানচিত্রে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করতে সহায়তা করবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর