Friday 09 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসিতে আপিলের শেষ দিন আজ

‎স্টাফ করেসপন্ডেন্ট
৯ জানুয়ারি ২০২৬ ১০:২৮ | আপডেট: ৯ জানুয়ারি ২০২৬ ১৪:২৭

ছবি: সংগৃহীত

ঢাকা: আজ শুক্রবার (৯ জানুয়ারি) ‎আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের শেষ দিন।

আজ সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত আগারগাঁওয়ের নির্বাচন সচিবালয়ের প্রাঙ্গনে নির্ধারিত ১০টি বুথে আপিল করা যাবে।

এর আগে, গত ৫ জানুয়ারি সোমবার থেকে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন শুরু হয়। প্রথমদিন ৪২টি আবেদন জমা পড়ে। দ্বিতীয় দিন মঙ্গলবার ১২২টি আবেদন করা হয়। তৃতীয় দিন বুধবার আপিলের আবেদন পরে ১৩১টি। বৃহস্পতিবার চতুর্থ দিনে ১৭৪ টি আপিল আবেদন এসেছে। এ নিয়ে চারদিনে মোট ৪৬৯ টি আপিল আবেদন গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞাপন

‎‎বৃহস্পতিবার (৮ জানুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক এসব তথ্য জানান।

এরপর আগামীকাল শনিবার (১০ জানুয়ারি) থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (বেজমেন্ট–২) এ আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। যা চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। সম্প্রতি নির্বাচন কমিশন সচিবালয়ের আইন শাখা–২-এর সিনিয়র সহকারী সচিব মো. আরিফুর রহমান স্বাক্ষরিত এক নোটিশে জানিয়েছেন, প্রতিদিন সকাল ১০টা থেকে শুনানি শুরু হবে।সেসঙ্গে সেই নোটিশে জানানো হয়, আপিল নম্বর অনুযায়ী শুনানির সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

একনজরে শুনানির তারিখ ও নম্বর:

* ১০ জানুয়ারি: আপিল নম্বর ১-৭০

* ১১ জানুয়ারি: আপিল নম্বর ৭১-১৪০

* ১২ জানুয়ারি: আপিল নম্বর ১৪১-২১০

* ১৩ জানুয়ারি: আপিল নম্বর ২১১-২৮০

* ১৪ জানুয়ারি: আপিল নম্বর ২৮১-৩৫০

* ১৫ জানুয়ারি: আপিল নম্বর ৩৫১-৪২০

* ১৬ জানুয়ারি: আপিল নম্বর ৪২১-৪৯০

* ১৭ জানুয়ারি: আপিল নম্বর ৪৯১-৫৬০

* ১৮ জানুয়ারি: আপিল নম্বর ৫৬১ থেকে অবশিষ্ট সব।

রায়ের অনুলিপি ও ফলাফল

ইসি জানিয়েছে, শুনানি শেষে ফলাফল মনিটরে প্রদর্শন করা হবে এবং সংশ্লিষ্টদের ই-মেইলে পিডিএফ কপি পাঠানো হবে। এছাড়া নির্বাচন ভবনের অভ্যর্থনা ডেস্ক থেকেও অনুলিপি সংগ্রহ করা যাবে।

* ১০-১২ জানুয়ারির রায়: ১২ জানুয়ারি

* ১৩-১৫ জানুয়ারির রায়: ১৫ জানুয়ারি

* ১৬-১৮ জানুয়ারির রায়: ১৮ জানুয়ারি বিতরণ করা হবে।

‎নির্বাচন কমিশন আরো জানিয়েছে, পরিস্থিতি ও আপিলের সংখ্যা বিবেচনায় এ সময়সূচি পরিবর্তন হতে পারে। শুনানির সময় সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার বা তার প্রতিনিধি এবং আপিলকারীকে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থাকার জন্য নির্দেশনাও দিয়েছে ইসি।

উল্লেখ্য, ‎এবার নির্বানে অংশ নিতে স্বতন্ত্র ও দলীয় প্রার্থী হতে আড়াই হাজারেরও বেশি মনোনয়নপত্র জমা পড়ে। ‎৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি মনোনয়নপত্র যাচাইবাছাই করে ৭২৩ জনের প্রার্থিতা বাতিল করেন রিটার্নিং কর্মকর্তারা। তাতে এখন পর্যন্ত বৈধ প্রার্থীর দাঁড়িয়েছে ১ হাজার ৮৪২ জনে।

‎তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দ হবে ২১ জানুয়ারি এবং প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি থেকে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত ভোটগ্রহণ।

‎সারাবাংলা/এনএল/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর