কুষ্টিয়া: কুষ্টিয়ায় পৃথক দুটি অভিযানে অবৈধ ও ভারতীয় মোট ৫ হাজার ৮৬৬ প্যাকেট বিড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি)। উদ্ধার করা এসব বিড়ির আনুমানিক বাজার মূল্য ৩ লাখ ১৯ হাজার ৯০০ টাকা। শুক্রবার (৯ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন ৪৭ বিজিবি।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) শুক্রবার সকাল ১০টার দিকে জেলার ত্রিমোহনী বাইপাস এলাকায় অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ৪ হাজার ২০৬ প্যাকেট অবৈধ নকল বিড়ি উদ্ধার করে।
এছাড়া, বৃহস্পতিবার সীমান্তের চরচিলমারী এলাকায় থেকে ভারতীয় উৎপাদিত ১ হাজার ৬৬০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়।
উদ্ধার করা অবৈধ বিড়ির মোট সিজার মূল্য ৩ লাখ ১৯ হাজার ৯০০ টাকা। এসব মালামাল আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবি জানায় আরও জানায়, সীমান্ত নিরাপত্তা জোরদার করা এবং মাদক পাচারসহ সব ধরনের চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে তারা কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।