রাজবাড়ী: রাজবাড়ীতে অভিযান চালিয়ে অবৈধ বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ মো. সাগর শেখ (৩৪) নামের এক যুবককে আটক করেছে যৌথবাহিনী।
শুক্রবার (৯ জানুয়ারি) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে রাত ৩টার দিকে রাজবাড়ী পৌরসভার কাজীকান্দা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক হওয়া সাগর শেখ রাজবাড়ী পৌরসভার ৫নং ওয়ার্ডের কাজীকান্দা এলাকার খোকন শেখের ছেলে।
অভিযানকালে মো. সাগর শেখের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, একটি কার্তুজ, একটি ১৫০ সিসি সুজুকি মোটরসাইকেল, একটি চাইনিজ কুড়াল ও একটি এন্ড্রয়েড মোবাইল উদ্ধার করা হয়। উদ্ধার করা মালামালসহ আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজবাড়ী সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
রাজবাড়ী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান বলেন, যৌথবাহিনীর অভিযানে অবৈধ বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ মো. সাগর শেখকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।