Saturday 10 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে ড্রামট্রাকের চাপায় নারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ জানুয়ারি ২০২৬ ১৪:৪৮

প্রতীকী ছবি।

টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে ড্রাম ট্রাকের চাপায় অজ্ঞাত এক নারী (৫০) নিহত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই ফ্লাইওভারের নিচে দাঁড়িয়ে থাকা অজ্ঞাত নারীকে একটি ড্রামট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেন। তবে নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি।

গোড়াই হাইওয়ে থানার (ওসি) সোহেল সরোয়ার জানান, ড্রামট্রাকের ধাক্কায় অজ্ঞাত নারী নিহত হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ড্রামট্রাকটি জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর