Saturday 10 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানাল ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১০ জানুয়ারি ২০২৬ ১০:১৩ | আপডেট: ১০ জানুয়ারি ২০২৬ ১৩:০২

নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনকে স্বাগত জানানো হয়েছে। 

বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে শপথগ্রহণকারী ব্রেন্ট ক্রিস্টেনসেনকে স্বাগত জানিয়েছে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস। ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস জানিয়েছে, ‘নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানাতে পেরে দূতাবাস আনন্দিত।’

শনিবার (১০ জানুয়ারি) ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

শপথগ্রহণকারী রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন প্রতিক্রিয়ায় বলেন, ‘যে দেশটির সঙ্গে আমি খুব ভালোভাবে পরিচিত, সেই বাংলাদেশে ফিরতে পেরে আমি ভীষণ আনন্দিত।’

তিনি আরও বলেন, ‘ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসে আমেরিকান ও স্থানীয় কর্মীদের নিয়ে গঠিত একটি শক্তিশালী দলের নেতৃত্ব দেওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ককে আরও দৃঢ় করতে, প্রেসিডেন্ট ট্রাম্পের লক্ষ্যকে এগিয়ে নিতে এবং প্রতিদিন নিরলসভাবে কাজ করে আমেরিকাকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করে তুলতে আমি উচ্ছ্বসিত।’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর