গত মৌসুমে ৪ এল ক্লাসিকোর সবকয়টিতেই হেরেছিলেন তারা। এই মৌসুমে অবশ্য প্রথম দেখাতেই বার্সেলোনাকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। বছরের প্রথম ও মৌসুমের দ্বিতীয় ক্লাসিকোতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে মুখোমুখি রিয়াল-বার্সা। ফাইনালের আগে রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়া বলছেন, বার্সাকে হারিয়ে গত মৌসুমের হারের প্রতিশোধ নিতে চান তারা।
গত মৌসুমের স্প্যানিশ সুপার কাপের ফাইনালও হয়েছিল সৌদি আরবের জেদ্দায়। সেই ম্যাচে রিয়ালকে ৫-২ গোলে উড়িয়ে এই প্রতিযোগিতার রেকর্ড ১৫তম শিরোপা জিতেছিল বার্সেলোনা।
এবারও স্প্যানিশ সুপার কাপের সেমিতে অ্যাটলেটিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে রিয়াল। রিয়ালের আগেই অবশ্য বিলবাওকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল বার্সা।
ফাইনালের আগে কোর্তোয়া বলছেন, গত মৌসুমের ফাইনালের হারের বদলা নিতেই মাঠে নামবেন তারা, ‘আমাদের জিততেই হবে। গত বছর তাদের বিপক্ষে দুটি ফাইনালে হেরেছি এবং আমরা জিততে চাই ঠিক তাদের মতো, যারা লা লিগায় ক্লাসিকোতে হেরেছিল এবং আমরা প্রতিশোধ নেওয়ার জন্য ক্ষুধার্ত হয়ে আছি।’
এবারের সুপার কাপের ফাইনালটা আগের চেয়েও বেশি জমজমাট হবে বলেই ধারণা থিবোর, ‘জিততে চায় এমন দুটি দলের মধ্যে দারুণ একটি ম্যাচ হবে। রোববার জেতার জন্য আমাদের ভালোভাবে রিকভার করতে হবে এবং সতেজ হয়ে উঠতে হবে।’
আগামীকাল জেদ্দার কিং আবদুল্লাহ আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় ফাইনালে মুখোমুখি হবে রিয়াল-বার্সা।