Sunday 11 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যাংকিং অ্যালমানাক ২০২৪-এর সপ্তম সংস্করণের মোড়ক উন্মোচন

স্টাফ করেসপন্ডেন্ট
১০ জানুয়ারি ২০২৬ ১৬:০৮ | আপডেট: ১০ জানুয়ারি ২০২৬ ১৮:০১

– ছবি : সংগৃহীত

ঢাকা: বাংলাদেশের ব্যাংক ও আর্থিক খাতের সর্বশেষ তথ্য ও পরিসংখ্যানভিত্তিক নির্ভরযোগ্য প্রকাশনা ‘ব্যাংকিং অ্যালমানাক ২০২৪’-এর সপ্তম সংস্করণ প্রকাশিত হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ বইয়ের মোড়ক উন্মোচন করেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে গ্রন্থটির এক্সিকিউটিভ এডিটর প্রকাশনার বিভিন্ন দিক তুলে ধরেন।

ব্যাংকিং অ্যালমানাক প্রকল্পের পরিচালক ব্যাংকিং সেবার বৈচিত্র্য ও স্বচ্ছ তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে এই প্রকাশনার প্রয়োজনীয়তা ও তাৎপর্য তুলে ধরে একটি বিশেষ প্রবন্ধ উপস্থাপন করেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় শিক্ষাবিষয়ক সাময়িকী -এর উদ্যোগে ২০১৬ সাল থেকে নিয়মিতভাবে প্রকাশিত হয়ে আসছে ‘Banking Almanac’। ছয় বছরের গৌরবময় অভিযাত্রায় এটি দেশের সরকারি ও বেসরকারি সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম, সেবা এবং কর্মদক্ষতার সর্বশেষ তথ্য-উপাত্ত উপস্থাপন করে আসছে।

বিশেষজ্ঞদের মতে, ‘ব্যাংকিং অ্যালমানাক’ গবেষক, নীতিনির্ধারক, পেশাজীবী ও বিনিয়োগকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ রেফারেন্স গ্রন্থ। বিশেষ করে দেশি-বিদেশি বিনিয়োগকারী, রেটিং সংস্থা ও আর্থিক বিশ্লেষকদের জন্য এটি সিদ্ধান্ত গ্রহণে সহায়ক ভূমিকা রাখবে। একই সঙ্গে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্পোরেট গভর্ন্যান্স ও জবাবদিহিতা আরও জোরদার করতে এই প্রকাশনা গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করেন বক্তারা।

উল্লেখ্য, ‘Banking Almanac’ প্রিন্ট সংস্করণের পাশাপাশি অনলাইনে www.bankingalmanac.com ওয়েবসাইটেও পাওয়া যাবে। এছাড়া , ও পাঠক সমাবেশের বিক্রয় কেন্দ্র থেকেও বইটি সংগ্রহ করা যাবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর